
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস সরকারিভাবে ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা দিবস বাস্তবায়ন পরিষদের সভাপতি মেজর (অবঃ) ডাঃ শেখ হাবিবুর রহমান বলেন, ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস সরকারিভাবে ঘোষণা দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাই। মুক্তিযোদ্ধাদের মৌলিক চাহিদাগুলি পূরণের দাবি-দাওয়া অতিসত্তর বাস্তবায়নের অনুরোধ জানাই। তিনি বলেন, আজ বাংলাদেশ স্বাধীন। বিজয়ের মাস ডিসেম্বর মাস। আমরা বিজয়ের মাসে যে সকল মুক্তিযোদ্ধার জীবনের বিনিময়ে আমাদের অজির্ত স্বাধীনতাসহ সকল মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণের জন্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতির জনক চর্চার আহ্বান জানান। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের যে ডাক দিয়েছিলেন ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই বক্তব্য ধরে রাখার জন্য মুক্তিযোদ্ধা দিবসটি বাস্তবায়ন করা জরুরী। তাই সরকারের কাছে বিনীত অনুরোধ ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক।
সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান, বীরমুক্তিযোদ্ধা মোঃ শহিদ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ বঙ্গবন্ধু কর্মজীবি লীগের সভাপতি আলহাজ্ব মোঃ চান মিয়া, জাতীয় জোট বিএনএর সাংগঠনিক সম্পাদক মোঃ আক্কাছ আলী খান, এডভোকেট শাহনাজ পারভীন, বিএনএর নেতা পরশ ভাসানী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান প্রমুখ।






