
ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থা পনায় এবং ওয়ালটন এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৫ এপ্রিল থেকে অনুষ্ঠিতব্য “৪র্থ মার্সেল জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯” অনুষ্ঠান উপলক্ষ্যে আজ ২৩ এপ্রিল ২০১৯ দুপুর ১২:০০ ঘটিকায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা পরিচালনা সম্পর্কে ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান আ.ন.ম. ওয়াহিদ দুলাল, প্রতিযোগিতার অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম এর সিনিয়র সাব এডিটর (স্পোর্টস) আমিনুল ইসলাম, প্রতিযোগিতা কমিটির সম্পাদক মোঃ সেলিম মিয়া বাবু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানানো হয় যে, “৪র্থ মার্সেল জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯” এর কার্যক্রম পরিচালনার জন্য ৭,৫০,০০০/- (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকার বাজেট ধার্য করা হয়েছে। যা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হতে ৫,০০,০০০/- (পাচঁ লক্ষ হাজার) টাকা, এবং অবশিষ্ট অর্থ ফেডারেশন কর্তৃক প্রদান করা হবে।
আয়োজিত “৪র্থ মার্সেল জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯”-এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৫ এপ্রিল ২০১৯ তারিখ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১:১৫ টায় অনুষ্ঠিত হবে।
“৪র্থ মার্সেল জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতা ২০১৯” এর মিডিয়া পার্টনার এ.টি.এন বাংলা, রেডিও পার্টনার রেডিও টুডে, অনলাইন পার্টনার রাইজিংবিডি.কম।
আয়োজিত প্রতিযোগিতায় ১২টি জেলা দল অংশগ্রহন করবে।






