আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২১ উদযাপিত
ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, যে সকল শ্রবণ প্রতিবন্ধী শিশুরা কথা বলতে পারে না ও কানে শোনে না, সে সকল শিশুদের কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা হয়। কক্লিয়ার ইমপ্ল্যান্ট এবং স্পীচ থেরাপির পর যখন কোনো শ্রবণ প্রতিবন্ধী শিশু মা-বাবা বলে ডাকে সেই আনন্দের অনুভূতি অই মা-বাবার কাছে যে কতটা বিশাল তা বলে বোঝানো যাবে না। কক্লিয়ার ইমপ্ল্যান্ট করতে ১৫ থেকে ২০ লক্ষ টাকা ব্যয় হয়। শুধুমাত্র প্রতিটি কক্লিয়ার ডিভাইস এর মূল্যই ১০ লক্ষ টাকার বেশি। ফলে অভিভাবকদের পক্ষে এই বিশাল ব্যয়ভার বহন করে তার প্রিয় সন্তানের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা সম্ভব হয় না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যয়বহুল ডিভাইস শিশুদেরকে দেয়া হয়ে থাকে। তাই পবিত্র ঈদ উল ফিতরের আগে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য এই কক্লিয়ার ইমপ্লান্ট বরাদ্দ হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদের বিশেষ উপহার। মঙ্গলবার ১১ মে ২০২১ইং তারিখে ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় উপাচার্য মহোদয় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য মহোদয় রোবটিক সার্জারি চালু, কক্লিয়ার ইমপ্ল্যান্ট সেন্টার স্থাপন, প্রশিক্ষণ কার্যক্রম বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন।
কোভিড ১৯ এর সংক্রমণ এড়াতে শহীদ ডা. মিল্টন হলে মোট ৩ জন শিশুকে বরাদ্দ দেয়া হয়। বাকী শিশুদের বরাদ্দপত্র তাদের অভিভাবকদের হাতে পৌঁছে দেয়া হয়। মোট ৬৮ জন সম্পূর্ণ শ্রবণ প্রতিবন্ধী শিশুর মাঝে এই বরাদ্দপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কক্লিয়ার ইমপ্ল্যান্ট কার্যক্রম সম্পর্কে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন অটোল্যারিংগোলজি-হেড এন্ড নেক সার্জারি বিভাগের শিক্ষক ও কক্লিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. মোঃ আবুল হাসনাত জোয়ারদার। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে কক্লিয়ার ইমপ্ল্যান্ট এর জন্য একটি সুদক্ষ চিকিৎসক টিম। এই বিশেষজ্ঞ চিকিৎসক টিম এ পর্যন্ত ৫১৫ জন শ্রবণ প্রতিবন্ধী শিশুর কক্লিয়ার ইমপ্ল্যান্ট সম্পন্ন করেছে। এসকল শিশুরা এখন কানে শুনতে পারছে এবং কথা বলতে পারছে।
মহতী এই অনুষ্ঠানে সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অটোল্যারিংগোলজি-হেড এন্ড নেক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ বেলায়েত হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. এ এইচ এম জহুরুল হক, অধ্যাপক ডা. নাসিমা আখতার, অধ্যাপক ডা. মোঃ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. কানু লাল সাহা, সহযোগী অধ্যাপক ডা. অসীম কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক ডা. মোঃ হারুন অর রশিদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২১ উদযাপিত
এদিকে ১১ মে ২০২১ইং তারিখ, মঙ্গলবার, আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০১তম জন্মদিন আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২১ উপলক্ষে বিস্তারিত কর্মসূচী মধ্য দিয়ে দিবসটি উযযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা ও বেলুন উড়ানো হয়। এছাড়া সকাল ১০টায় শহীদ ডা. মিল্টন হলে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। আরো ছিল উদ্বোধনী সঙ্গীত ও সমবেত সঙ্গীত। স্বাগত বক্তব্য রাখেন গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও। শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সিং সুপারিনটেনডেন্ট সন্ধ্যা রানী সমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিবস এর কর্মসূচী শেষ হয়।
মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২১ এর শুভেচ্ছা জানান এবং নার্সিং পেশাকে মহান পেশা হিসেবে উল্লেখ করে বলেন, মানুষের প্রতি সেবার প্রতিদান মহান সৃষ্টিকর্তা অবশ্যই দিবেন। সেবার জগতের উজ্জ্বল নক্ষত্র মানবতাবাদী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শে উজ্জীবিত হয়ে করোনার ভয়কে উপেক্ষা করে নিজ পরিবারের সদস্যদের মতো রোগীদেরকে সেবা দিতে হবে। মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মাননীয় উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে করোনা মহামারীর এই সময়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেলিমেডিসন সেবাসহ চিকিৎসাসেবার বিভিন্ন কার্যক্রম ও চিকিৎসা শিক্ষা কার্যক্রম মানুষের কাছে পৌঁছে দিতে পারায় ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে নার্সিং অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, নার্সিং শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়েছেন। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে অত্র বিশ্ববিদ্যালয়ে এম.এস.সি নার্সিং, পিএইচ ডি, কনটিনিউয়িং নার্সিং এডুকেশনের (সিএনই) প্রোগ্রাম চালু করা হবে। এছাড়াও নার্সদের জন্য দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।