
ডেইলি গাজীপুর প্রতিবেদক : জামালপুরে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। পরে মরা অজগর নিয়ে রাস্তায় উল্লাস করে সেই ছবি ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জেলার বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা সংলগ্ন উত্তর পলাশতলা গ্রামে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বানের পানি থেকে বাঁচতে অজগরটি আশ্রয় নিয়েছিল লোকালয়ে। কিন্তু অজগরকে পিটিয়ে মেরে ভাসিয়ে দেয়া হয় বানের পানিতেই। গ্রামের লোকজন লাঠিসোটা দিয়ে পিটিয়ে অজগরটি হত্যার পর স্থানীয় বাক্কার মোড়ে এনে আনন্দ উল্লাস করে।
এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন বলেন, বন্যপ্রাণি হত্যা করা অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






