
ডেইলি গাজীপুর বিনোদন: মেট গালা-২০১৯ এর রেড কার্পেট। এবার কাম্প নোটস অন ফ্যাশান এই থিমকে মাথায় রেখেই মেট গালার রেড কার্পেটে হাজির হয়েছিলেন সেলিব্রিটিরা। সেই তালিকায় থেকে বাদ জাননি ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াও।
অনুরাগীদের একটা বড় অংশের কাছে তাঁরা হটেস্ট কাপল। তাঁরা অর্থাত্ প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। প্রিয়ঙ্কার স্টাইল স্টেটমেন্ট অনেকের কাছেই শিক্ষার বিষয়। কিন্তু সদ্য এই জুটি, বিশেষ করে প্রিয়ঙ্কা যে সাজ-পোশাকে ক্যামেরার সামনে এসেছেন তাতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হচ্ছে তাঁকে।
মেট গালা ২০১৯-এ মিমি কাটরেলের তৈরি গাউনে সেজেছিলেন প্রিয়ঙ্কা। এর আগেও বহু বার মিমির পোশাক বদলে দিয়েছিল প্রিয়ঙ্কার লুক। কিন্তু নেটিজেনদের মতে, এ বারের মতো এত ‘ভয়াবহ’ আগে কখনও মনে হয়নি পিগি চপসকে।

চড়া মেকআপ। সাদা আইল্যাশ। স্টোন টিপ। ঠোঁটের ওপর এবং চোখের নীচেও স্টোন। কানে লম্বা দুল। প্রিয়ঙ্কার অদ্ভুত দর্শন কোঁকড়া উইগ নিয়েও প্রবল আলোচনা হয়েছে। তার ওপর মাথায় ছিল লম্বা মুকুট! সেই তুলনায় স্বাভাবিক দেখতে লাগছিল নিককে।
প্রিয়ঙ্কার এই সাজ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল ওয়ালে। কেউ লিখেছেন, প্রিয়ঙ্কাকে শ্রীলঙ্কার বোলার মালিঙ্গার মতো দেখতে লাগছে। ‘মালিঙ্গাকে কী সুন্দর দেখতে লাগছে’— এ হেন কমেন্ট করেছেন কেউ। আবার কেউ মজা করে লিখেছেন, সদ্য ওড়িশা উপকূলে আছড়ে পড়া সাইক্লোন ফণীর দাপটে প্রিয়ঙ্কার এই হাল হয়েছে।
যদিও কেন এ ভাবে সেজেছেন তা নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়ঙ্কা। ট্রোলিংয়েরও কোনও জবাব দেননি নায়িকা।






