Daily Gazipur Online

অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার শোক

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডীন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর সহধর্মিনী অধ্যাপক মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া স্যার। এক শোক বিবৃতিতে মাননীয় উপাচার্য মহোদয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহর মতো একজন স্বনামধন্য চিকিৎসকের জীবনের সাফল্যের পেছনে তাঁর সহধর্মিনী অধ্যাপক মাহমুদা বেগমের অন্যন্য সাধারণ অবদান রয়েছে।
অধ্যাপক মাহমুদা বেগমআজ ২ ফেব্রুয়ারি ২০২১ইং তারিখ, মঙ্গলবার, বেলা আড়াইটার কিছু আগে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ গুণী শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযা আজ বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ২০২১ইং তারিখে করোনা পরীক্ষার পরদিন গত ১৮ ডিসেম্বর ২০২১ইং তারিখে অধ্যাপক মাহমুদা বেগমের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। পরর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৯ জানুয়ারি ২০২১ইং তারিখ রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই আজ মঙ্গলবার বেলা আড়াইটার কিছু আগে তাঁর মৃত্যু হয়। অধ্যাপক মাহমুদা বেগম তেজগাঁও সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করেন। অধ্যাপক মাহমুদা বেগেমকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।