
ডেইলি গাজীপুর প্রতিবেদক: কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুরসহ দেশের বন্যা দুর্গত অঞ্চলগুলোকে দুর্যোগ আক্রান্ত ঘোষনা করে সারাদেশের বন্যার্তদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে অনতিবিলম্বে ত্রাণ সরবরাহের দাবী জানিয়েছে ‘বন্যার্তদের পাশে বাংলাদেশ’ নামক একটি সংগঠন। বুধবার সকাল ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন থেকে এ দাবী করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
দেশের প্রায় ২৪টি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত। বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় পনের দিন ধরে ভাসছে। এ অঞ্চলে বন্যার পানি ১০০ বছরের উচ্চতার ইতিহাসকে ছাড়িয়ে গেছে।
মিজানুর রহমানের স্বাক্ষরিত স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, শতাব্দীর অন্যতম ভয়ংকর এ বন্যায় মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে, জায়গায় জায়গায় ভেঙে গেছে বন্যা প্রতিরোধ বাঁধ। মানুষের খাদ্যের সমস্যা, পানির সমস্যা, আশ্রয়ের সমস্যা, প্রয়োজনীয় ঔষুধের সমস্যা, গবাদি পশুর সমস্যা, রিক্সা-ভ্যানের চালকদের রিক্সা-ভ্যানের ব্যাটারীটা সচল রাখার মতো প্রয়োজনীয় বিদ্যুতের সমস্যাসহ অজস্র সমস্যা বন্যার্ত মানুষদের এক অবর্ণনীয় দুর্দশার মধ্যে ফেলেছে।
স্মারকলিপিতে নিম্নোক্ত দাবীগুলো উত্থাপন করা হয়:
১. অবিলম্বে দেশের উত্তর ও উত্তর-মধ্য অঞ্চলকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে সেখানে বন্যাকালীন এবং বন্যা-উত্তর কালীন পর্যাপ্ত ও প্রয়োজনীয় সাহায্য নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. বন্যা এ দেশের কোনো নতুন দুর্যোগ নয়, তাই বন্যা শুরু হলে প্রস্তুতি নেওয়া মানুষের সাথে তামাশাতুল্য। এই তামাশার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে বন্যার পূর্বে যেন তা মোকাবেলার সকল ধরনের প্রস্তুতি থাকে এবং সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা যায় এটা নিশ্চিত করতে হবে।
৩. বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ যে-কারণে আরো ব্যাপ্তি লাভ করে তার সাথে জড়িত রয়েছে অপ্রাকৃতিক কারণ। সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি ও অসাধু তৎপরতা। তাই বন্যা রক্ষা বাঁধ নির্মাণ, নদী রক্ষা কার্যক্রম, নদী খনন ইত্যাদিতে দীঘদিন ধরে চলে আসা দুর্নীতির মূল উৎপাটনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. নদীগুলোর প্রবাহ নিশ্চিত করতে নদী দখল তৎপরতা বন্ধ যেমন করতে হবে, তেমনি আন্তর্জাতিক নদীগুলোর ক্ষেত্রে ন্যায্য পানি পাওয়ার স্বার্থে নতজানু কূটনীতিক তৎপরতা পরিত্যাগ করতে হবে। দেশ এবং দেশের মানুষের স্বার্থে আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে।
সাবেক ছাত্রনেতা বাকী বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। তিনি বলেন, আমাদের মানুষদের রক্ষা করার জন্য যে টাকা আমরা তাদের ট্যাক্সের আকারে দিয়ে রেখেছি তা আমাদের মানুষদের দুর্যোগের সময় পৌঁছে দিতে হবে। নয়তো বন্যার্তদের জানমালের সকল ক্ষয়ক্ষতির দায়িত্ব সরকারকে নিতে হবে বলে জানিয়ে দেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শেখ নাসির উদ্দীন, লেখক এবং সম্পাদক রাখাল রাহা, রাষ্ট্রচিন্তার সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান, চলচ্চিত্র পরিচালক সুমন খন্দকার সহ আরো অনেকে।






