Daily Gazipur Online

অনলাইনে পাঠদানের জন্য নরসিংদী সদরের দুই শিক্ষককে সম্মাননা প্রদান

নরসিংদী থেকে হলধর দাস : মহামারী করোনাকালীন সময়ে অনলাইনে প্রাথমিকে লাইভ ক্লাস পাঠ দানকারী প্রথম ফেইজবুক পেইজ “বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক” পেইজ থেকে অনলাইনে পাঠ দিয়ে সারা বাংলাদেশে যে সকল শিক্ষকগন যুক্ত ছিলেন তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৯ মার্চ (শনিবার) ঢাকা পিটিআই অডিটোরিয়াম থেকে ১৮০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এ সময় নরসিংদী সদর উপজেলার চৈতাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা ও রহিমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাজেরা আক্তারকে করোনাকালে পাঠদানে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।
ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের হাত থেকে সম্মাননা গ্রহণ করে অনুপ্রাণিত দুই শিক্ষক প্রতিবেদককে বলেন, এই মহামারী সময়ে অনলাইনে লাইভ পাঠদানে অনুপ্রাণিত করে তাদের উৎসাহিত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন আক্তার। উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্তৃক উৎসাহ দেওয়ার কথাও এ সময় স্মরণ করেন।
উল্লেখ্য বিভিন্ন অনলাইন স্কুলে মলি­কা সাহা এখন পর্যন্ত ১১৮ টি এবং হাজেরা আক্তার ১১২ টি লাইভ ক্লাস করেছেন।