
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :ফটিকছড়ি নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদ ৪ নং দক্ষিণ জুজখোলা ওয়ার্ড বহির্বিশ্ব অনলাইন এক্টিভিটিস্ এর ভার্চুয়াল প্রতিনিধি সম্মেলন ১৩ জুন শনিবার বিকালে মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মুহাম্মদ মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ শওকত আকবর। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বাবু তপন মহাজন। প্রধান আলোচক ছিলেন আল হাসানাইন মডেল মাদরাসার সম্মানিত উপদেষ্টা মুহাম্মদ শফিউল আজম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর কবির ও রোকেয়া কবির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ আহমদ ছাপা, বৃহত্তর ফটিকছড়ি সমিতি (কাতার দোহা) সভাপতি মুহাম্মদ তৈয়বুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নারায়ণহাট প্রবাসী জনকল্যাণ পরিষদের আহবায়ক মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ ওসমান গনি জুয়েল। ভার্চুয়াল প্রতিনিধি সম্মেলনে মাষ্টার মুহাম্মদ সেলিম উদ্দিন, মাষ্টার মুহাম্মদ মাহাবুল আলম, মাষ্টার অলী আহমদ, তুষার বিশ্বাস, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ আবু তালেব, মুহাম্মদ আবদুল গফুর, অলী আহমদ, মুহাম্মদ ইয়াকুব, মুহাম্মদ বাবুল, মুহাম্মদ সোলায়মান সহ (১১) সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে মুহাম্মদ আবদুর সবুরকে সভাপতি, মুহাম্মদ হারুন অর রশিদকে সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ আবু বকরকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইসমাইল হোসেন সুমনকে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ ইমরানকে অর্থ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি বলেন, জীবিকা অর্জন ও প্রয়োজনের তাগিদে প্রবাসীরা বছরের পর বছর স্বদেশের বাইরে থাকেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জন করেন অর্থ। তাদের কষ্টার্জিত এই অর্থ দেশে পাঠিয়ে দেশের অর্থনৈতিক গতিকে সমৃদ্ধশালী রাখেন, আবার নিজ নিজ এলাকায় ধর্মীয় সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের বিভিন্ন মহৎ কার্যক্রমে সাধ্যমত সহযোগীতা করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণের জন্য অসামান্য অবদান রেখে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবীদার। ভার্চুয়াল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুস সবুর, হারুন অর রশীদ, মুহাম্মদ ইউচুপ, অনুপম কর, মুহাম্মদ ওমর ফারুক, আবু বক্কর, শাহ আলম, দেলোয়ার হোসেন, ইসমাইল উদ্দীন সুমন, হালিম জাহাঙ্গীর, নেজাম উদ্দীন, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ আলাউদ্দীন, মুহাম্মদ হেলাল উদ্দীন, নাছির উদ্দীন, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ সাইফুদ্দীন, আনোয়ার হোসেন, আবু বক্কর, মোবারক হোসেন, মুহাম্মদ তৈফুর, দেলোয়ার হোসেন, আব্দুল কাদের, অছির উদ্দীন, আলা উদ্দীন, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ শহিদ, মুহাম্মদ মাসুদ, নুরুদ্দীন বাবু, নাজিম উদ্দীন, মুহাম্মদ শাহাজান, সোহেল উদ্দীন, সৈয়দুল হক, মুহাম্মদ ইমরান, জয়নাল আবেদীন, মুহাম্মদ শাহাজান, আবদুল হামিদ, মুহাম্মদ শাহজাহান প্রমুখ।






