
ডেইলি গাজীপুর ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। প্রাথমিক ও মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির ক্লাস সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে চালিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। উচ্চশিক্ষার বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘদিন অনলাইন ক্লাসের বাইরে ছিল। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ক্লাসের তাগিদ দিলেও বেশির ভাগ বিশ্ববিদ্যালয় তা শুরু করতে পারেনি। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় চালু করলেও সেগুলো কার্যকর হচ্ছে না। ইন্টারনেট ডাটার চড়া মূল্য আর নেটওয়ার্কের দুর্বলতাকেই অনলাইন ক্লাসের বড় বাধা বলে মনে করছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। কারণ বেশির ভাগ শিক্ষার্থী মোবাইলে ডাটা প্যাকেজ ব্যবহার করে অনলাইন ক্লাসে অংশ নেন। তাই ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়ার দাবি জানিয়েছেন।

নেটওয়ার্কের দুর্বলতার জন্য গাজীপুরের টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে গত ২১ জুলাই মঙ্গলবার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি পরিক্ষা নিতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। উক্ত বিদ্যালয়ের স্কুল পেইজে জানিয়েছে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের পরীক্ষা আগামী ২৪/০৭/২০২০ খ্রিস্টাব্দ শুক্রবার নিম্নে উল্লেখিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে www.sshs.edu.bd ওয়েব সাইটে Online MCQ Examination panel এ Sign in করে Subject Select করে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে।
ইংরেজি বিষয়ের পরিবর্তিত সময়সূচি : * ১০ম শ্রেণি- সকাল ৯:০০ টায়*৯ম শ্রেণি- সকাল ১০:০০ টায়*৮ম শ্রেণি- বেলা ১১:টায়*
৭ম শ্রেণি- বিকাল ৪:০০ টায়*৬ষ্ঠ শ্রেণি- বিকাল ৫:০০ টায়।
মোবাইল অপারেটরগুলোর ওয়েবসাইটে দেখা গেছে, বর্তমানে গ্রামীণফোনের ৩০ দিন মেয়াদের ১ জিবি (গিগাবাইট) ইন্টারনেট কিনতে খরচ হয় ১৮৯ টাকা। ৩ জিবির দাম ২৮৯ টাকা। ৮ জিবির দাম ৩৯৯ টাকা। ১২ জিবি কিনতে খরচ পড়ে ৪৯৮ টাকা। বাংলালিংকে ৩০ দিন মেয়াদে ২ জিবি ইন্টারনেটের খরচ ২০৯ টাকা। ৩ জিবি ২৪৯ টাকা, ৬ জিবির দাম ২৯৯ টাকা। ৬৪ টাকায় ৩ জিবি পাওয়া গেলেও এর মেয়াদ মাত্র ৪ দিন। টেলিটকে (জেনারেল প্যাক) এক মাস মেয়াদে ৩ জিবি ইন্টারনেট খরচের দাম ১৩৯ টাকা। ৫ জিবির দাম ২০১ টাকা। ১০ জিবি কিনতে দিতে হয় ৩০১ টাকা। এয়ারটেলে এক মাস মেয়াদে ২ জিবি ইন্টারনেট কিনতে খরচ হয় ২২৯ টাকা। একই মেয়াদে ৭ জিবি ইন্টারনেটের মূল্য ৪৯৮ টাকা। রবিতে এক মাস মেয়াদে দেড় জিবি ইন্টারনেটের মূল্য ২০৯ টাকা। ২৮ দিন মেয়াদের ২ জিবি ইন্টারনেট ২৪৯ টাকা। একই মেয়াদে ৩ জিবি ইন্টারনেট কিনতে খরচ হয় ২৮৯ টাকা। ২৮ দিন মেয়াদে ১০ জিবি ইন্টারনেট কিনতে হয় ৫০১ টাকায়। অল্প খরচে কয়েকটি প্যাকেজে ডাটা পাওয়া গেলেও সেগুলোর মেয়াদ কম থাকায় শিক্ষার্থীরা এর সুফল পাচ্ছে না। শিক্ষার্থীরা বলছে, ৪০ মিনিটের একটি অনলাইন (লাইভ) ক্লাস করতে প্রায় ৫০০ মেগাবাইট ইন্টারনেট খরচ হয়। সে ক্ষেত্রে দুটি ক্লাস করলেই ১ জিবি ডাটা খরচ হয়ে যাবে। করোনাভাইরাসের প্রভাবে ছাত্র-ছাত্রীদের পরিবারের আর্থিক সক্ষমতা কমেছে। তাই এভাবে ডাটা কিনে অনলাইন ক্লাস করা বেশির ভাগ শিক্ষার্থীর পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাসের আয়োজন করলেও ইন্টারনেট খরচের সংকুলান করতে না পেরে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কমছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, উপাচার্যরা জানিয়েছেন, অনেক শিক্ষার্থীর হাতে স্মার্টফোন নেই। আর টাকা দিয়ে ইন্টারনেট কিনে সব শিক্ষার্থীর পক্ষে ক্লাস করা সম্ভব নয়।
তাই স্মার্টফোন কিনতে শিক্ষার্থীদের ঋণ আর বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়া যায় কিনা সে ব্যাপারে একটি প্রস্তাবনা শিক্ষামন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীকে পাঠানো হয়েছে।
এ ছাড়া সম্প্রতি এক অনলাইন সেমিনারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট প্রদান অথবা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়া যায় কিনা সে ব্যাপারে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।
তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে ৭ জুলাই। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিমুল হুদা এ প্রতিবেদককে বলেন, অনলাইনে ক্লাসের আয়োজন করা হলেও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে ইন্টারনেট সরবরাহ করার উদ্যোগ দেখতে পাচ্ছি না। রংপুরের পীরগাছার দুধিয়াবাড়ী গ্রামের এ শিক্ষার্থী বলেন, ‘‘চড়া মূল্যে ইন্টারনেট কিনলেও নেটওয়ার্ক দুর্বলতার কারণে ‘লাইভে’ ক্লাস করা যায় না। ক্লাস শুরুর পর কয়েক দিন আড়াই কিলোমিটার দূরে শহরে গিয়ে ক্লাসে অংশ নিলেও পরে আগ্রহ হারিয়ে ফেলেছি।’’ নাসিমুল জানান, তার সেশনে ৭০ জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে অনলাইন ক্লাসের উপস্থিতি ১৫-২০ জনে নেমে এসেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সরকার মাসুম বলেন, অনলাইন ক্লাসে শুরুর দিকে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি থাকলেও বর্তমানে সেটি তলানিতে নেমেছে। মোবাইল নেটওয়ার্কে দুর্বলতা আর ইন্টারনেটের চড়া মূল্যের কারণে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস অব্যাহত রাখতে পারছে না।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রতিনিধি জানান, গত এপ্রিলে অনলাইন ক্লাসের ঘোষণা দেওয়া হলেও তিন-চারটি বিভাগ এতে অংশ নিয়েছে। পরে সেগুলোও বন্ধ হয়ে গেছে। সিলেট বিভাগের হাওরাঞ্চলে পানি বৃদ্ধি, বিভিন্ন জেলায় বন্যা আর করোনার কারণে আর্থিক সক্ষমতা কমে আসায় শিক্ষার্থীরা অনলাইন ক্লাস বন্ধের দাবি জানিয়েছে।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাব্বি হাসান সবুজ বলেন, এ বিশ্ববিদ্যালয় এখনো অনলাইন ক্লাস শুরু করতে পারেনি। সবুজ জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর স্মার্টফোন নেই। এ ছাড়া ইন্টারনেটের প্যাকেজের চড়া মূল্য। বিনামূল্যে ইন্টারনেট সুবিধা না থাকাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইন ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। রাব্বি হাসান সবুজ বলেন, করোনা পরিস্থিতি আরও দীর্ঘ হলে সরকারকে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দিতে হবে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হলেও সেটি ব্যয় নয় বরং বিনিয়োগ। কিন্তু শিক্ষার্থীদের জন্য কোনো প্যাকেজ দেওয়া হলে সেটি গণহারে অন্যরাও ব্যবহার করার আশঙ্কা থাকে। তিনি বলেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো যোগাযোগ করলে তাদের শিক্ষার্থীদের নিয়মিত প্যাকেজগুলো অর্ধেকের থেকেও কম মূল্যে অপারেটররা দিতে রাজি আছেন।
