অবশেষে নদীর গর্ভে বিলীন তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়

0
182
728×90 Banner

আবির হোসাইন শাহীন: অবশেষে নদীর গর্ভে বিলীন হল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৮৫ নং ডিগ্রি তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ।ফনির প্রভাবিত হওয়ার সাথেই গত শনিবার বিকেলে বিদ্যালয় ভবনটি যমুনায় ধসে পড়েছে। পরিকল্পনা অনুযায়ী নিলামের কথা থাকলেও নিলামের আগেই নদীর গভে চলে যায় বিদ্যালয়টি। কাজিপুর উপজেলা শিক্ষা অফিসসূত্রে জানা গেছে ১৯৩৫ সালে স্থাপিত এই বিদ্যালয়টি ২০০৭-২০০৮ অর্থ বছরে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় ভবনটি। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি- ২ এর আওতায় এলজিইডি কাজিপুর অফিসের বাস্তবায়নে একতলা ভবন নির্মাণ হয়েছিল। ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি- ৩ এর আওতায় প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে এর উর্ধমুখী সম্প্রসারণ কাজ হয়। কাজিপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া জানান, নিলামের সব প্রস্তৃুতি শেষ পর্যায়ে ছিল। উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, এতো দ্রুত বিদ্যালয় ভবনটি ধসে যাবে সেটা জানা ছিল না। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, আগামীকাল (সোমবার) ভবনের যেটুকু আছে সেটুকুর নিলাম অনুষ্ঠিত হবে। আর বিদ্যালয় এখন বন্ধ হয়েছে। খুললে অস্থায়ীভাবে খোলা আকাশে অথবা অন্যস্থানে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here