Daily Gazipur Online

অবৈধ বালুবাহী ভরগেট চলাচল বন্ধের দাবিতে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গয়েসপুর এলাকার রাবারড্রাম ব্রীজটি বালুবাহী অবৈধ ভরগেট চলাচলের কারনে ব্রীজের পিলার ক্ষতিগ্রস্থ হয়ে ঝুকিপূর্ন অবস্থায় রয়েছে। আজ সোমবার বেলা ১১ঘটিকায় গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ১৫ আগস্ট, ৩রা নভেম্বর ও ১৯ মার্চ গবেষনা সংসদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বিপ্লব (বাদামী)। প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম মাসুম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ সামসুল হক রিপন এর সঞ্চালনায় মোঃ মেহেদী হাসান বিপ্লব (বাদামী) লিখিত বক্ত্যবে বলেন ব্রীজটি সংস্কার না করে বর্তমান মৌসুমে বালু ভর্তি বলগেট চলাচল করছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে মাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া উপহার রাবারড্রাম প্রকল্পের ব্রীজটি। সম্প্রতি বালুবাহী বলগেটের ধাক্কায় পিকনিকের একটি কোষা ডুবে গিয়ে একজন ডাক্তার নিহত হয়েছেন।গত ১৫ জুলাই কাওরাইদ থেকে গয়েশপুরে গামি এসব অবৈধ বালুবাহী বলগেট চলাচল বন্ধে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেন এবং লিখিত আবেদন জমা দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।