মোঃ শাহজালাল ,উত্তরা ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী জলাশয় পরিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর ঢাকা-১৮ আসনের উত্তরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উত্তরা ১২ নং সেক্টর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৬ এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সেক্টরের বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চান মিয়া বেপারী, আলমগীর হোসেন শিশির, সোলেমান হোসেনসহ স্থানীয় সেক্টরভুক্ত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উত্তরা সেক্টরগুলোর লেকের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট, নার্সারি, হোটেল ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এসব অবৈধ স্থাপনার কারণে লেকের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ লেকের পরিবেশ উপভোগ করতে পারছেন না। এ পরিস্থিতি সমাধানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মানববন্ধনে প্রধান অতিথি মোহাম্মদ আফাজ উদ্দিন বলেন,গত ১৫ই জুন উত্তরা পাঁচটি সেক্টরের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি আবেদনপত্র সিটি কর্পোরেশনে জমা দেওয়া হয়েছিল। সেখানে লেকের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, লেক পূর্ণ খনন, দুই পাশে বনায়ন এবং অবৈধ নার্সারি ও ভাঙারির দোকান উচ্ছেদের দাবি জানানো হয়। কিন্তু দুঃখজনকভাবে সিটি কর্পোরেশন সেই আবেদনের কোনো কর্ণপাত করেনি। বাধ্য হয়েই আমরা আজকের মানববন্ধনে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে দ্রুততম সময়ে এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। দেরি হলে পরিবেশের পাশাপাশি এলাকাবাসীর ভোগান্তি আরও বাড়বে। মানববন্ধন শেষে মোহাম্মদ আফাজ উদ্দিন বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে খাল পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতারা বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও লেক খননের দাবিতে উত্তরায় মানববন্ধন
