অভিনেতা সোহেল খানের বাসার লিফটে আটকা পড়া শিশু মহিলাসহ ৭ জনকে উদ্ধার

0
114
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা এলাকায় ১৪ তলা একটি বহুতল ভবনের লিফটে আটকা পড়া অবস্হায় দু’ শিশু মহিলাসহ সাতজনকে অক্ষত অবস্হায় উদ্ধার করেছে ”দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম আজ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার সকালে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’- এ ফোন করে সাহায্য চান। পরে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের অক্ষত অবস্হায় উদ্ধার করে। ঢাকা ক্যান্টনমেন্ট, মাটিকাটা, ১৩৪/১,অন লাইন, লেক ক্যসেল অভিনেতা সোহেল খানের ১১তলা ভবনের ৪র্থ তলায় লিফটে এ দুর্ঘটনা ঘটে।
মো. সফিকুল ইসলাম আরো জানান, বুধবার বেলা ১১ টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট, মাটিকাটা, ১৩৪/১,অন লাইন, লেক ক্যসেল ১১তলা ভবনের ৪র্থ তলা থেকে লিফটে নামার সময় ৭জন লোক লিফটের ভিভরে আটকা পড়ে। প্রতিবেশি ও নিরাপত্তা কর্মী চেষ্টা করে উদ্ধার করতে না পেরে ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস কে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনা স্থলে পৌছে অত্যাধূনিক যন্ত্র হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে ৭জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
সফিকুল ইসলাম বলেন, নিয়মিত লিফট রক্ষণাবেক্ষণ করলে এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব । আমাদের উদ্ধার কাজে সঙ্গে থেকে সহযোগিতা করেছেন অভিনেতা সোহেল খান। তিনি ওই ভবনের তৃতীয়তলায় বসবাস করেন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে দু ‘ শিশু নারী সহ মোট ৭ জন রয়েছে। লিফট থেকে উদ্ধারকৃতরা হচেছ – আবিদা জামান(২০), শাহানা জামান (৪০), সোনিয়া জামান(২৫), রাশিদা জমান (৩০), সামিউল আলম (১৪),ইয়াছিন ছাবিদ (১৬) ও লাবু (২২)।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here