ডেইলি গাজীপুর প্রতিবেদক: বুধবার সকাল ১০:৩০ টায় প্রেসক্লাবের সামনে ‘দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে বাংলাদেশ’ এর উদ্যোগে অযোগ্য বাণিজ্যমন্ত্রীর অপসারণের দাবিতে অনশন কর্মসূচি পালিত হয়। আগামীকাল দ্বিতীয় দিনেও আরমান হোসেন পলাশ অনশন কর্মসূচি অব্যাহত রাখবেন।
সভাপতির বক্তব্যে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে বাংলাদেশ এর আহ্বায়ক আরমান হোসেন পলাশ বলেন, “বর্তমান বাণিজ্যমন্ত্রীর অব্যবস্থাপনা ও অযোগ্যতা ভোগ্যপণ্যের বাজার দর জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার জন্য দায়ী। বিভিন্ন সময় পেঁয়াজের দাম কমবে না বলে তার মন্তব্য দুর্নীতিবাজ ব্যবসায়ীদের পেঁয়াজের মূল্য আকাশচুম্বী করতে উৎসাহিত করেছে। তার মন্ত্রিত্বে জনসাধারণে নাভিশ্বাস উঠে গেছে। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু পেঁয়াজ নয় সকল ভোগ্যপণ্যের দাম কমবেশি কোন কারণ ছাড়াই বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে তাঁর সক্ষমতা ও যোগ্যতা আজ প্রশ্নবিদ্ধ। আমরা তাঁর দ্রুত তাঁর অপসারণ চাই। যতক্ষণ পর্যন্ত না তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত আমার আমরণ অনশন অব্যাহত থাকবে।