অর্থমন্ত্রী লুটেরা এবং দুর্নীতিবাজদের পক্ষ নিয়েছেন— এনডিপি

0
111
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, লালবাক্স হাতে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে হাটতে হাটতে গিয়ে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা কোনদিনও জাতি ক্ষমা করবে না। তিনি সংবিধান লঙ্ঘন করে লুটেরা ও দুর্নীতিবাজ, কালো টাকার মালিকদের পক্ষ নিয়েছেন। অথচ এই বিষয় সংসদে কেউ কথা বলছেন না। যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় তারাও তাদের লাল পাসপোর্ট রক্ষা করার জন্য সংসদে বসে আছেন। সংসদ থেকে বেরিয়ে আসুন। তারপর জনগণের কথা বলুন। এ মন্তব্য করে তিনি আরো বলেন, জাতির দুর্ভাগ্য। যারা যখন ক্ষমতায় থাকে তখন তারা তাদের নিজেদের আখের গুছাতে থাকে। জনগণের পক্ষে রাজনীতি কেউ করতে চায় না। তিনি আরো বলেন, আমাদের প্রয়াত নেতা আনোয়ার জাহিদ বলেছিলেন, ‘আমার ভোট আমি দেব- যাকে খুশি তাকে দেব’ আমরাও এই স্লোগানকে বিশ্বাস করি। যখন জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে তখনই আমরা ভোটে অংশগ্রহণ করবো। এখন করবো কি না সে সময় এখনও আসেনি। তিনি বলেন অর্থমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তা না হলে ভবিষ্যতে তার এই বক্তব্যের জন্য আদালতের কাটগড়ায় তাকে দাড়াতে হবে।
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, আমরা আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছি। আজও এই প্রতিনিধি সভায় তার নিঃশর্ত মুক্তি চাচ্ছি। যদি সংসদ সদস্য হাজী সেলিম আদালতের মামলা থাকাকালীন অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা নিতে পারে তবে খালেদা জিয়া নয় কেন? বাংলাদেশের প্রত্যেক নাগরিকের উন্নত চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। ভুল না করে দ্রুত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার দাবি করেন।
১১ জুন শনিবার এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জননেতা আনোয়ার জাহিদ মিলনায়তনে প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। পার্টির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি মোঃ শহীদুল্লাহ প্রিন্স, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, অর্থ সম্পাদক এডভোকেট ফরিদ উদ্দিন ভূইয়া, সহকারী মহাসচিব আশরাফুজ্জামান খোকন, দপ্তর সম্পাদক আর কে রিপন, মহিলা বিষয়ক সম্পাদক ডা. আছমা আক্তার মৌসুমী, সহ-দপ্তর সম্পাদক মোঃ নাইম ইবনে শরীফ, মোঃ এ জে আলমগীর, সালমা আক্তার, ঝর্না রহমান, মায়াবী কাজল, গোলাম ফরিদ উদ্দিন, মোঃ ফারুক সিকদার হাসু সহ প্রমুখ।
সভা শেষে আগামীকাল ১২ জুন এনডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, প্রখ্যাত সাংবাদিক জননেতা আনোয়ার জাহিদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here