Daily Gazipur Online

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন গেইট কিপার প্রতিবন্ধী সুমন

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর মহানগরীর জয়দেবপুর জংশনের উত্তর পাশে গত ৪ সেপ্টেম্বর দিনগত রাত ১২ঘটিকার সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস (৭৫৯) ও ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) চলাচলের জন্য গেইটের ব্যারিয়ার নামিয়ে লক করা হয়।সেসময় ট্রাফিক সার্জেন্ট (ইউনিফর্ম পরিধানকারী) মেহেদী ও তার সহযোগী (সিভিল) উল্টো পথে এসে গেইট কিপার মোঃ সুমনকে গেইট তুলতে বললে সুমন উত্তরে বলেন, গাড়ী অতি নিকটে চলে এসেছে এবং গেইট অটো লক করা থাকে আমরা চাইলেও কর্তৃপক্ষ লক খোলার আগ পযর্ন্ত আমরা গেইট উঠাতে পারবনা। এমতাবস্থায় সার্জেন্ট মেহেদী ক্ষেপে গিয়ে গেইট কিপার সুমনকে লাথি মেরে তিন নাম্বার রেল লাইনের উপরে ফেলে দেন। ঠিক সে সময় রাজশাহীগামী পদ্মাএক্সপ্রেসটিও তিন নাম্বার লাইন অতিক্রম করেন। কয়েক সেকেন্ডের জন্য প্রাণে বেঁচে যান গেইট কিপার (প্রতিবন্ধী) সুমন। এ বিষয়ে সুমন বাদী হয়ে জয়দেবপুর স্টেশন মাষ্টারের মাধ্যমে গাজীপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন।