Daily Gazipur Online

অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন নবীনগরের ইউএনও

আমজাদ হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম দক্ষিণ পাড়ার চা বিক্রেতা মো. স্বপন মিয়ার পাশে দাঁড়ালেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। মঙ্গলবার বিকেলে সরেজমিনে স্বপন মিয়ার বাড়ি পরিদর্শন করেন তিনি। জানা যায়, স্থানীয় এক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে স্ট্যাটাস দেখে স্বপন মিয়ার লিভার সিরোসিসের কথা জেনে সরেজমিনে এসে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা,পরিবারের সদস্যদের জন্য খাদ্যসামগ্রী ও পোশাক প্রদান করেন এবং সরকারি একটি ঘর বরাদ্দের আশ্বাস দেন তিনি। জানা যায়, পরিবারের উপার্জনক্ষম চা বিক্রেতা স্বপন মিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভোগছে। স্ত্রী, তিন মেয়ে নিয়ে তার সংসার। চা বিক্রি করে ভালই চলছিল তার সংসার কিন্তু এরই মধ্যে দুরারোগ্য লিভার সিরোসিসে আক্রান্ত হন স্বপন। ধীরে ধীরে রোগের প্রভাব বাড়তে থাকে তার। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় চলে তার কিছু চিকিৎসা। ধীরে ধীরে তার অবস্থা সংকটাপন্ন হলে স্ত্রী নাজমা বেগম সকাল বিকাল স্বল্প সময়ের জন্য চা বিক্রি করে যতটকু আয় করেন তা দিয়েই স্বপনের চিকিৎসার পাশাপাশি অনাহারে অর্ধাহারে চলে তার সংসার। স্বপনের স্ত্রী নাজমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, সকাল বিকাল চা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে ওষুধের টাকারই জোগান হয়না, তিনটি বাচ্চা নিয়ে আমরা অনাহারে অর্ধাহারে দিন যাপন করছি। ইউএনও স্যার আমার পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার বাড়িতে আসায় উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, ফেসবুক ও স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে এই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ করব সামর্থ্য অনুযায়ী সবাই যেন পরিবারটির পাশে দাঁড়ায়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমিনুল ইসলাম সবুজ, স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেন আলম এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।