Daily Gazipur Online

অসহায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

হলধর দাস: বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বিকেলে নরসিংদী কাবুল শাহ্ মাজার প্রাঙ্গনে এলাকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং অফিসার্স ক্লাবের সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা প্রশাসন ও অফিসার্স ক্লাব,নরসিংদীর আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মানবীয় কর্ম জজ্ঞের অংশ হিসেবে আজকে আমরা কম্বল বিতরণ করছি।
প্রতিবছরই আমরা আমাদের বেতনের অংশ থেকে অর্থ দিয়ে সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে ফিরিয়ে আনতে চেষ্টা করে থাকি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা,নির্বাহী ম্যাজিস্ট্রেট,ইলেক্ট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।