Daily Gazipur Online

অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে…. দিলীপ বড়ুয়া

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ১২ জানুয়ারী ২০২১ বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনে সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি দিলীপ বড়ুয়ার ভার্চুয়াল বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক নীতি বজায় রেখে ঐক্যবদ্ধ হয়ে সকলকে সংগঠন কে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের দলকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল নেতাকর্মীদের শুভেচ্ছ জানাচ্ছি। তিনি আরো বলেন. এই অসাম্প্রদায়িক রাজনীতি থেকে জনগণকে বাস্তবিক একটা রাজনীতি উপহার দেয়া মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষক শ্রমিক জনতার দুঃখ দুর্দশাকে কাজিয়ে লাগিয়ে সুন্দর ও সুখী সমৃদ্ধ দেশ গঠনের সবাইকে এগিয়ে আসতে হবে। ৫০ বছর রাজীতির ইতিহাসে এই জনগণের ভাগ্য নিয়ে কেউ কথা বলেনি। সবাই যার যার নিজ পথে হাটছে। এ সভায় আরো উপস্থিত ছিলেন, এম এ জলিল, মোস্তাক ভাসানী, রোকন উদ্দিন পাঠান, সিদ্দিকুর রহমান, শেখ মোহাম্মদ আলী, রাজিব মিয়া, বাংলাদেশ গণমুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. মোঃ সিরাজ দরানী, নারী নেত্রী মির্জা শেলী, এলিজা, নকিব হক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপত্বি করেন, আশরাফ আলী হাওলাদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন।