Daily Gazipur Online

অস্ট্রেলিয়া বাংলাদেশে সাড়ে ৩৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে

ডেইলি গাজীপুর প্রতিবেদক : অস্ট্রেলিয়া আগামী পাঁচ বছরে বঙ্গোপসাগরীয় এলাকায় সাড়ে ৩৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এর মধ্যে জাহাজ চলাচলে সহযোগিতা, প্রকৃতিক দুর্যোগ মোকাবেলা ও তথ্য বিনিময় খাতে ১ কোটি ১৪ লাখ ডলার ব্যয় করা হবে। খবর দ্যা ইকোনোমিক টাইমসের।
এছাড়া, ১ কোটি ২ লাখ ডলার বাংলাদেশের ডিজিটাল সেক্টরে এবং ৪৩ লাখ ডলার ব্যয় করা হবে অস্ট্রেলিয়া থেকে এলএনজি গ্যাস ভারত এবং বাংলাদেশে পরিবহণে।
আরও ৫৮ লাখ ডলার ব্যায় করা হবে অষ্ট্রেলিয়ার ব্যবসায়ীদের জন্য অবোকাঠামো নির্মাণের জন্য। শুক্রবার এক বিবৃতিতে অস্টেলিয়া এ কথা জানিয়েছে।