
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সোসাইটির উদ্যোগে সোসাইটির সভাপতি অ্যাডঃ এস এম শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অ্যাড: এস এম রফিকুল ইসলাম মুকুলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমুর পরিচালনায় সোসাইটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি, সাবেক এপিপি অ্যাড: এস এম রফিকুল ইসলাম মুকুলের স্মরণ সভা আজ ২৬ এপ্রিল সকালে চৌরাস্তার দীঘিরচালাতে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের জিপি অ্যাডঃ আমজাদ হোসেন বাবুল, সংগঠনের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, মরহুমের ভাই মাকসুদ আলম তপন, জহুরা বেগম, পলিন, জমির উদ্দিন, সিদ্দিকুর রহমান প্রমুখ। আলোচনা শেষে মরহুমের স্মরণে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।
