Daily Gazipur Online

আইন মন্ত্রণালয়ের সচিব নরেন দাস ও কাজী আরিফুজ্জামানকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ…….. নাগরিক পরিষদ

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): আজ ১৫ জানুয়ারি বুধবার সকালে নাগরিক পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে সীমান্ত আগ্রাসন বিরোধী জাতীয় ঐক্যের দাবিতে এক মানববন্ধন আহবায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, বাংলাদেশের গোপন তথ্য ভারতীয় কূটনীতিকের হাতে পাচারের অভিযোগে আইন মন্ত্রণালয়ের সচিব নরেন দাস ও কাজী আরিফুজ্জামানকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিচার মুখোমুখি দাঁড় করাতে হবে। ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী, পলিটিক্যাল-৩ লাবন্য কুমার, ফার্স্ট সেক্রেটারী, নবনীতা চক্রবর্তীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
১৯৯২ সালে বিএসএফ সেলিম মিয়াকে হত্যা করে। ২০২০ সালে তার পুত্র মোঃ সুমনকে হত্যা করে। বিধবা মায়ের কান্নার রোল থামতে না থামতেই তার চোখের সামনে বিধবা হলো ছেলের বউ। নতজানু পররাষ্ট্রনীতি, দিল্লি নির্ভর সরকার বিশ্ব পরিমন্ডলে সীমান্ত হত্যা, পানির আগ্রাসন, সার্বভৌমত্বের লংঘন নিয়ে যদি সোচ্চার হতো তবে বিএসএফ’র হাতে বিধবার তালিকা এত দীর্ঘ হতো না। ২০২০ সালের ঊষালগ্নে বিএসএফ’র গুলিতে দিনের পর দিন গুলির ঘটনায় মৃত্যু নববর্ষকে লাশ উপহার দিল ভারত। এটি বন্ধুত্ব নয় বরং চরম শত্রুতার নিদর্শন।
তিনি বলেন, সীমান্ত হত্যা, এবং গুলি ও নির্যাতনের ঘটনার প্রকৃত পরিসংখ্যান অজ্ঞাত রয়ে গেলেও তা খুবই উদ্বেগজনক। ২০০০-২০১৯ পর্যন্ত ২০ বছরে এক হাজার সাতশতের বেশি বাংলাদেশের নাগরিক সীমান্তে হত্যার ধারাবাহিকতায় এই হত্যা। যা খুবই নিন্দনীয়। জাতীয়তাবাদের নামে ভারতীয় অনুগত মেরুদন্ডহীন বিরোধী দল সরকারের মতই নিশ্চুপ রয়েছে। সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদের নির্বাক থাকা সন্দেহজনক ও হতাশাব্যঞ্জক। বারবার সীমান্ত হত্যা, সার্বভৌমত্বের লংঘন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অবহেলার শামিল। জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভারত শ্রদ্ধা ও সম্মান করে না। যা মুক্তিযুদ্ধের অর্জনকে ভুলুন্ঠিত করছে।
মানববন্ধনে রাজবাড়ীর সাংবাদিক এস এম রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হয়।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, প্রেক্ষাপট বাংলাদেশ ফোরামের সভাপতি এন.ইউ. আহম্মেদ, নূরুন্নেছা শান্তা,দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের নেতা নূরুল ইসলাম বিপ্লব, কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান মাহমুদ, মোঃ ফজলু হোসেন, মাতৃভ’মি সুরক্ষা আন্দোলনের নেতা আবদুল জাব্বার, রবিউল ইসলাম প্রমুখ।