Daily Gazipur Online

আইসিসির ভিডিওতে সতীর্থদের নিয়ে মজার তথ্য ফাঁস করলেন সৌম্য

ডেইলি গাজীপুর স্পোর্টস: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপকে ঘিরে নানান রকম আয়োজন করছে আইসিসি। স¤প্রতি ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে তারা। তারই ধারা বজায় রেখে কয়েকদিন আগে প্রকাশ করা হয়েছিলো সাকিব আল হাসান ও তামিম ইকবালের ভিডিও। তারপরেই প্রকাশ করলো সৌম্য সরকারের। এই ভিডিওতে সতীর্থদের নিয়ে মজার তথ্য ফাঁস করেছেন তিনি।
ভিডিও তে সৌম্য জানান, মেহেদী হাসান মিরাজের নাচ দলের মধ্যে সবচেয়ে বাজে!
ড্যাশিং ওপেনার তামিম ইকবাল সম্পর্কে সৌম্য বলেছেন, সবচেয়ে ইন্টারনেটে ব্যস্ত থাকেন তিনি। নাম হোক, কিংবা খাবার, সবকিছু সম্পর্কেই ইন্টারনেটে সার্চ করেন তিনি।
সকালে ঘুম থেকে উঠার পর গম্ভীর হয়ে থাকেন মোস্তাফিজুর রহমান। সবচেয়ে বেশি সেলফি তোলেন সাব্বির রহমান। কারাওকেতে মাইক হাতে মিরাজের হাতে।
দলের বাসে সবসময় দেরিতে উঠেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিয়মিত জিমে সময় কাটান মুশফিকুর রহিম ও সাব্বির।