আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের ভোটের জন্য ছাত্রলীগ নেতা- শফিকের ছুটে চলা

0
233
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পক্ষে ভোটের জন্য বিরামহীন ভাবে ভোটাদের দ্বারে দ্বারে ছুটে চলছেন ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, সর্বজন স্বীকৃত, কর্মীবান্ধব ক্লিন ইমেজের নেতা শফিকুল ইসলাম শফিক । বুধবার উত্তর সিটির ৫২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে উত্তর সিটির আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম (নৌকা প্রতীক), আওয়ামীলীগ সমর্থিত ৫২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ফরিদ আহম্মেদ (লাটিম প্রতীক), সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী কমলা রানি মুক্তা (জীপ গাড়ী) প্রতীকের পক্ষে ভোটারদের কাছে ভোট চান তুরাগ থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি শফিকুল ইসলাম শফিক । তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের নিয়ে দলের আলাদা পরিকল্পনা আছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে । যাতে প্রতিটি ওয়ার্ডেই দলীয় প্রার্থী জয়লাভ করে সে লক্ষ্যে দলীয় সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান । তিনি আরও বলেন, কোন বিদ্রোহী প্রার্থীদের পক্ষে আওয়ামীলীগের কেউ ভুলেও কাজ করবেন না । কারন এরা অনেকেই দলীয় নেতা কর্মী হয়েও দলের বিপক্ষে অবস্থান নিয়েছে, খুব শীঘ্রই এদের কে সনাক্ত করে দল তার গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নিবে । তাই সকল মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্রোহী নামক ষড়যন্ত্রকারীদের ভোটের মাধ্যমে প্রতিরোধ করার ঘোষণা দেন তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here