আক্কেলপুরে শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়কের নাম এখনো কোথাও ব্যবহার হচ্ছে না

0
474
728×90 Banner

সরদার নুরুন্নবী আরিফ :আক্কেলপুরে শহীদ মুক্তিযোদ্ধার নামকরণ সড়কের নাম কোথাও ব্যবহার করা হচ্ছে না। আক্কেলপুরের মানুষ দিন দিন ভুলেই যেতে বসেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার কথা। শহীদ একে.এম ফজলুল করিম নামে আক্কেলপুরের প্রধান সড়কের নামকরণ করা নামটি সরকারি পর্যায়েও কোথাও ব্যবহার হচ্ছে না। মহান মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাকবাহিনীকে প্রতিরোধ করতে হাতে অস্ত্র তুলে নিয়েছিলো মাত্র ১৬ বছর বয়সী দশম শ্রেণী পড়ুয়া শহীদ একে.এম ফজলুল করিম। ফজলুল করিম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদরে জন্ম গ্রহন করেন। মাত্র ১৬ বছর বয়সে দশম শ্রেণীর ছাত্রাবস্থায় মাতৃভূমিকে মুক্তির জন্য স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেন। ১৯৭১ সালের ০৭ অক্টোবর মুক্তি বাহিনীর গেরিলাদের সাথে পাকিস্তানী হানাদার বাহিনীর যুদ্ধ হয়। জানা যায় ঐ যুদ্ধে পাকিস্তানী বাহিনীর অনেক সৈন্য ও রাজাকার নিহত হয়। মুক্তিযোদ্ধাদের ৬ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
জয়পুরহাট আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পাকিস্তানী হানাদার বাহিনী শহীদ একে.এম ফজলুল করিমসহ তার সহযোদ্ধা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি ট্যাংকে তুলে জয়পুরহাট শহরে মাইকিং ও প্রদর্শন করে। প্রদর্শনের সময় ফজলুল করিম মাউথপিস ছিনিয়ে নিয়ে জয়পুরহাটবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, প্রিয় জনতা এল. এমজির গুলি শেষ হওয়ায় আহত অবস্থায় আমি এই হানাদার-বাহীনির হাতে আটক হয়েছি আমার জীবনের জন্য আমি চিন্তিত নই। আমার লাখো ভাই ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছেন। আপনারা একটু বিশ^াস রাখুন অল্প দিনের মধ্যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবেই হবে, জয় বাংলা। শোনা যায় এর কয়েক দিন পর জয়পুরহাটের নিকটস্থ তুলসীগঙ্গা নদীর কুটিবাড়ী ঘাটে শহীদ একে.এম ফজলুল করিমকে বেয়নেট চার্জে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাঁর মৃতদেহের কোন খোঁজ মিলেনি কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না, বহুদিন পর হলেও আক্কেলপুর উপজেলা পরিষদের ০১নং গেট সংলগ্ন প্রধান সড়কে শহীদ মুক্তিযোদ্ধা একে.এম ফজলুল করিমের ছবি ও নামের ফটক বসিয়ে সড়কের নামকরণ করা হয়েছে। কিন্তু তাঁর নামে নামকরণ করা হলেও শুধু নামেই সীমাবদ্ধ, সঠিক ব্যবহার কোথাও হচ্ছে না। শুধু তাই নয় সরকারী কোন চিঠিপত্র আদান প্রদানেও এই সড়কের নাম ব্যবহার করা হচ্ছে না। আরো দুঃখের বিষয় যে, খোদ আক্কেলপুর মুক্তিযোদ্ধা সংসদের কোন কাগজপত্রেও তাঁদের এই সহযোদ্ধা ফজলুল করিমের নাম ব্যবহার হচ্ছে না। তাঁদের সাইনবোর্ডে অফিসিয়াল প্যাডসহ কোথাও এই বীর সাহসি মুক্তিযোদ্ধা শহীদ একে এম ফজলুল করিমের নামে সড়কের নাম ব্যবহার চোখে পরেনি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে জাতির সামনে উদিয়মান রাখতে হলে জীবিত থাকা মুক্তিযোদ্ধা’দেরকেই তাঁদের কাজে-ত্রæমের ম্যাধমে বহিপ্রকাশ করতে হবে বলে আমরা স্বাধীনতাকামী মানুষ বিশ^াস করি। আমরা দেখেছি প্রকাশিত সাপ্তাহিক সত্যের-পথে পত্রিকার প্রধান কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্রা ভবনে হওয়ায়, পত্রিকা পরিবার প্রকাশিত প্রতি সংখ্যার পাতায়, পত্রিকার বিলবোর্ড, প্যাড এবং পত্রিকার বিভিন্ন জমা/খরচের রশিদে, বীর মুক্তিযোদ্ধা শহীদ একে.এম ফজলুল করিমের নামে সড়কের ঠিকানা স্ব-উদ্যোগে মুক্তিযুদ্ধের ইতিহাসকে লালন,ধারন ও স্মরণ করে যাচ্ছে। পাশাপাশি আক্কেলপুর ডায়াবেটিক সমিতিও ইতোমধ্যে শহীদ ফজলুল করিমের নামে তাঁদের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রে উল্লেখ ও ব্যবহার শুরু করেছে। কিন্তু অবাক বিষয় যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্রা ভবনের একই স্থানে- নাবা আয়াত নামধারী একটি ডায়গনষ্টিক সেন্টার পরিচালিত হচ্ছে। উক্ত নাবা আয়াত ডায়গনষ্টিক সেন্টারের সাইনবোর্ড ও তাদের কোন প্রকারের প্যাড বা কাগজপত্রে এই বীর শহীদ একে এম ফজলুল করিমের নামের ঠিকানা ব্যবহার হচ্ছে না। ঘরে যদি স্বাধীনতা বিরুপ-প্রকৃতির মানুষ বসবাস করে তাহলে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই বীর সেনা শহীদ একে এম ফজলুল করিম তাঁর রক্তের আজ কী’ ইবা মুল্য পেলো। এটি আমাদের স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাবৃন্দসহ রাষ্ট্রযন্ত্রের নিকট বিজয়ের এই মাসে প্রশ্ন? আক্কেলপুর পৌর সদরের প্রধান সড়কের দুই পাশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্থাপনার বিলবোর্ডে বাধ্যতামূলক স্ব-স্ব উদ্যোগে শহীদ একে এম ফজলুল করিম নামের নামকরণ করা সড়কটির নাম উল্লেখ বা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এদিকে চেতনা ধারণ ও দেশপ্রেমিক একজন ব্যক্তির খোঁজ পাওয়া যায়, আক্কেলপুর বাজারের ইলেকট্রানিক্রা সামগ্রী এক ব্যবসায়ী মোঃ আজম সরদার নিজে উদ্যোগী হয়ে শহীদ ফজলুল করিমের নামের সড়কটি তাঁর বিলবোর্ডসহ জমা/খরচের রশিদে ব্যবহার করে যাচ্ছে যা আমাদের চোখে পড়েছে। এর মাঝে পাশাপাশি আমরা আরো দুই একজন তরুণ ব্যবসায়ী উদ্যোগত্তা তাদের সাইনবোর্ডে ফজলুল করিমের নামের সড়কটি ব্যবহার করে আসছে। তাই আমরা একান্তভাবে মনে করি আক্কেলপুরের প্রধান সড়কের পাশে যাদের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে তাদের প্রত্যেককেই এই নামের ঠিকানা ব্যবহার করা উচিৎ। স্বাধীনতার পক্ষের সকলকে এখন ঐক্যবদ্ধ হয়ে এই সময়ের দাবিটি আদায় করে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। আক্কেলপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব-নবিবুর রহমানের মাধ্যমে জেনেছি আক্কেলপুর উপজেলায় মোট ৪০২জন মুক্তিযোন্ধা, যা জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে বেশী মুক্তিযোদ্ধা আক্কেলপুরে। তা সত্তেও আক্কেলপুরে মুক্তিযোদ্ধাদের নামে কোথাও কোন দৃশ্যমান কিছু পরিচয় বহন করা হয়নি। যা দ্বারা উপজেলার সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করবে। পরিশেষে আক্কেলপুর উপজেলা প্রশাসনসহ ও আক্কেলপুর পৌরসভা প্রশাসনের কাছে সকল স্বাধীনতাকামী মানুষের পক্ষে জোরদাবী করছি। অতি সত্ত¡র শহীদ ফজলুল করিমের নামের সড়কটি সম্মানের সাথে ব্যবহারসহ বাকী সকল জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালিন সময়ের ইতিহাস বহন করার মাধ্যম তৈরি করার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক। দেশের সকল বীর শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা ও লাল সালাম।

লেথক: সরদার নুরুন্নবী আরিফ
সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক সত্যের-পথে পত্রিকা
আক্কেলপুর, জয়পুরহাট।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here