Daily Gazipur Online

আগামীকাল প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার ৭১তম জন্মবার্ষিকী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আগামীকাল ৯ নভেম্বর গাজীপুর-টঙ্গী-২ আসনের প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার ৭১তম জন্মদিন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন পালন উপলক্ষে ঢাকা ও গাজীপুরে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
আগামীকাল গাজীপুর মহানগরীর হায়দরাবাদে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শহীদ আহসান উল্লাহ মাস্টার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, পবিত্র কুরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ ও পরিবারের পক্ষ থেকে ৭১তম জন্মদিন পালন উপলক্ষে হায়দরাবাদ গ্রামে স্মৃতিচারণ ও আলোচনাসভা, দিনব্যাপী চিত্র প্রদর্শনী, ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এছাড়া শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ এই উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাওয়ার ৩ দিন আগে নিজ গ্রামের বাড়িতে পাক হানাদার বাহিনীর কাছ থেকে প্রাণে বেঁচে যান তিনি। পরে তিনি ভারতে মুক্তিদ্ধুদ্ধে প্রশিক্ষণে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। নিয়ে তিনি নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া হাইস্কুলে শিক্ষকতার পাশাপাশি শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয় শ্রমিক লীগের সঙ্গে যুক্ত হন। তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একবার উপজেলা চেয়ারম্যান এবং দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতিও নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)সহ শ্রম বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সাথে তিনি যুক্ত ছিলেন।
২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি।
স্মৃতি পরিষদের সভাপতি এডভোকেট আবদুল বাতেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন উপলক্ষে বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।