Daily Gazipur Online

আগামী প্রজন্মকে জানাতে ইতিহাস পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে…….. নাগরিক পরিষদ

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : আজ ৭ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে ৩৭১ ফ্রী স্কুল ষ্ট্রীট, ধানমন্ডি, ঢাকাস্থ দুর্নীতি প্রতিরোধ আন্দোলন কার্য্যালয়ে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে ঐতিহাসিক ৮ ফেব্রুয়ারি কাগমারী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিতি ছিলেন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ, নাগরিক পরিষদ মহানগর নেতা আতিকুল ইসলাম মিয়াজী, প্রেক্ষাপট বাংলাদেশ ফোরামের আহ্বায়ক এ.ইউ. আহমদ, ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মুক্তিযোদ্ধা মাওঃ শওকত আমিন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের ঢাকা মহানগর নেতা নূরুল ইসলাম বিপ্লব প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, “বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস আগামী প্রজন্মকে জানাতে অবশ্যই ঐতিহাসিক কাগমারী দিবসের ইতিহাস পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য জাতিকে কাগমারী দিবসের চেতনায় অনুপ্রাণিত করতে হবে। বিদেশী আধিপত্য ও আগ্রাসন মোকাবেলায় মজলুম মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ অনুসরণ করতে হবে।”
তিনি বলেন, “সাম্প্রতিক সীমান্তে বিএসএফ বাংলাদেশীদের উপর যে আগ্রাসন চালাচ্ছে তা খুবই আশংকাজনক। হত্যা, গুম, সার্বভৌমত্বের লংঘন আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুঠে ঠেলে দিচ্ছে। তাই মওলানা ভাসানীর প্রদর্শিত পথে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরী।”
নেতৃবৃন্দ সভা শেষে টিএসসিতে নাসির আবদুল্লাহর সীমান্ত আগ্রাসন বিরোধী অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তাঁর কর্মসূচিতে সংহতি জানান।