Daily Gazipur Online

‘আঙুলে আঙুল’ নাটকে তাহসান-তিশা

ডেইলি গাজীপুর বিনোদন: ঈদের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তাহসান-তিশা। নাটকটির নাম ‘আঙুলে আঙুল’। এটির গল্প, চিত্রনাট্য রচনা ও পরিচালনায় আছেন মাবরুর রশীদ বান্নাহ। আসছে ঈদে এটি থাকছে ইউটিউব চ্যানেল ধ্রæব টিভিতে। নাটকটি নিয়ে তাহসান বলেন, দর্শক ঈদে আমার কাছে যেমনটা প্রত্যাশা করেন এই নাটকে তার সবটাই পাবে বলে আশা করছি। নাটকের গল্পটিতে বেশ বৈচিত্র্য রয়েছে। তিশাকেও দর্শক এই নাটকে অন্যভাবে দেখবে।