Daily Gazipur Online

আচরণবিধি ভঙ্গ করে শাস্তির মুখে ধোনি

ডেইলি গাজীপুর স্পোর্টস: রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচে আচরণবিধি ভঙ্গ করেছেন মহেন্দ্র সিং ধোনি। এতে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
আইপিএলের আচরণবিধির ২.২০ অনুচ্ছেদের দ্বিতীয় লেভেলের অপরাধ স্বীকার করেছেন চেন্নাই অধিনায়ক। শাস্তিও মেনে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
১৫২ রানের লক্ষ্যে নেমেছিল চেন্নাই। ঘটনা শেষ ওভারের। নো বল নিয়ে বিতর্ক তৈরি করেন আম্পায়ার। তাতে চটে যান ধোনি।
শেষ ওভারে ১৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। তৃতীয় বলে বেন স্টোকসের ইয়র্কারে বোল্ড হন ধোনি। শেষ তিন বলে আরও ৮ রান করতে হতো তার দলকে। স্ট্রাইকে ছিলেন নতুন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার। স্টোকস করেন ফুল টস। আম্পায়ার উলহাস গান্ধে বলটি উঁচু হওয়ার কারণে প্রথমে নো বলের সঙ্কেত দেন। কিন্তু স্কয়ার লেগে থাকা আম্পায়ার ব্রæস অক্সেনফোর্ড তার এই সিদ্ধান্ত নাকচ করেন।
এতে ওই ওভারে ছড়ায় উত্তাপ। ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও স্যান্টনারও জড়িয়ে পড়েন তাতে। ধোনি মাঠের ভেতরে ঢুকতে বাধ্য হন। কয়েক মিনিট আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় অধিনায়ককে।
ডেলিভারিটি শেষ পর্যন্ত বৈধই ছিল। কিন্তু শেষ বলে স্যান্টনারের দারুণ এক ছয়ে রোমাঞ্চকর জয় পায় চেন্নাই।