আজকের রাশিফল

0
251
728×90 Banner

আজ (সোমবার) ০১লা এপ্রিল’২০১৯

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) :
কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। বন্ধু ও আত্মীয় সমাগম হতে পারে। শারীরিক রক্তপাতের সম্ভাবনা। মানসিকভাবে উদ্বেগ নিতে পারেন। যাত্রা অশুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) :
বিভিন্নভাবে বিশেষ সমস্যার চূড়ান্ত সমাধান হতে পারে। আনন্দের সঙ্গে কাজ করতে পারেন। দাম্পত্য সুখ লাভ হতে পারে। অর্থসম্পদ লাভ করতে পারেন। যাত্রা মধ্যম।
মিথুন (২১ মে-২০ জুন) :
কর্মস্থলে আজ ব্যয় বৃদ্ধি পেলেও ভবিষ্যতের জন্য তা সুফল বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দে¡র অবসান হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ধর্মীয় কর্মকান্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কর্কট (২১ জুন-২১ জুলাই) :
নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কর্মকান্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। আর্থিক লেনদেন শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
সিংহ (২২ জুলাই-২১ আগস্ট) :
পাওনা আদায়ে সাফল্যের সম্ভাবনা আছে। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে।
কন্যা (২২ আগস্ট-২১ সেপ্টেম্বর) :
শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিস্পত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।
তুলা (২১ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :
শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আত্মীয় ও জনসমাগম হতে পারে। তবে প্রতিহিংসাপরায়ণ হতে পারেন। ধর্মের প্রতি বিশেষ মনোযোগ রাখুন। যাত্রা মধ্যম।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :
বিভিন্নভাবে কাজকর্মে বাধাবিঘ্ন সৃষ্টির যোগ। সবদিকে বিশেষ চেষ্টা চালিয়ে যান। সুফল পেতে পারেন। শারীরিকভাবে রূপচর্চা করতে পারেন। যাত্রা মধ্যম বলা যায়।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :
আজ কাজের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে শুভফল পেতে পারেন। তবে ব্যস্ততার ভেতর অতিবাহিত হবে। শুভ প্রণয় হতে পারে। কর্মে বিজয় লাভ করতে পারেন। যাত্রা মধ্যম।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :
নানা ক্ষেত্রে সমস্যার সমাধান হতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা পাবেন। হঠাৎ করে বিজয় হতে পারে। ধর্মকর্মে মনোযোগ রাখুন। যাত্রা শুভ বলা যায়।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
কর্মক্ষেত্রে সততা বজায় রাখার চেষ্টা করতে পারেন। তবে নানা সমস্যায়ও পড়তে পারেন। নিজের চেষ্টায় জ্ঞানচর্চায় সাফল্য লাভের যোগ। প্রণয় করতে পারেন। যাত্রা শুভ।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :
বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here