Daily Gazipur Online

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ আজ এই উপলক্ষে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছিরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইন্দুনন্দন দত্ত। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান বলেন, কর্নেল তাহের ৭ নভেম্বর অভ্যুত্থানের নায়ক। জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি। ১৯৭৫-এর ১৫ আগস্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত সংঘটিত হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হোক। ৭ নভেম্বর অভ্যুত্থানের নির্যাস যদি ঠিকমতো গ্রহণ করা হতো, তাহলে ২০০৯-এ বিডিআর বিদ্রোহের মতো ঘটনা ঘটত না।
সভার সভাপতি ইন্দুনন্দন দত্ত বলেন, স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের নিয়ে গণমানুষের মুক্তির লক্ষ্যে গঠিত প্রথম রাজনৈতিক দল জাসদ। কর্নেল তাহের একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর যত রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হোক। ৭ নভেম্বর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন করিম সিকদার, নাসিরুল হক নওয়াব, মনজুর আহমেদ মনজু, আব্দুল কাদের হাওলাদার, আব্দুস সালাম খোকন, গৌতম শীল প্রমুখ।