

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে দুই ভাতিজার হাতে আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধি আপন চাচা খুন হয়েছে বলে জানা গেছে । সোমবার রাত ১১ টার দিকে উপজেলার তেজনন্দী গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামের আমির উদ্দিনের ছেলে । এই ঘটনায় পুলিশ দুই ভাতিজাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। আত্রাই থানা ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায় পারিবারিক কহলের জের ধরে এই খুনের ঘটনা ঘটে । আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিন্তু আসামি দুই ভাতিজা পালিয়ে যায় তাদেরকে গ্রেফতার করা যায়নি তবে গ্রেফতার জন্য পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।






