Daily Gazipur Online

আদর্শ পিতা মাতা তখনই

উজ্জ্বল রায়: আদর্শ পিতা অথবা আদর্শ মাতা তখনই বলতে পারেন যখন আপনার সন্তানকে গড়ে তুলতে পারবেন। সন্তানকে উচ্চ শিক্ষিত করলে, বাড়ী-গাড়ীর ব্যবস্থা করে দিলে,ব্যাংক ব্যালেন্স দিয়ে গেলে, জাগতিক ভাবে প্রতিষ্ঠিত করে দিলে কেউ সফল পিতা-মাতা এ ধারনাটি সম্পুর্ন মিথ্যা। পিতা-মাতা যদি সন্তানদের তাদের প্রকৃত পিতা শ্রীকৃষ্ণের সাথে সম্বন্ধ গড়ে দিতে পারেন তবেই আদর্শ পিতার-মাতার কাজ করেছে। বর্তমানে অধিকাংশ পিতা-মাতা তাদের সন্তানকে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। বেশিরভাগ পিতা-মাতা তাদের সন্তানদেরকে হরিনাম, একাদশী, সাধুসঙ্গ, কৃষ্ণপ্রসাদ এবং বৈষ্ণব সদাচারের প্রতি আকৃষ্ট করছেন না। সন্তানদের পারমার্থিক জীবনকে ধুলিস্যাৎ করে শুধু জড় জাগতিক বিষয়ে শিক্ষা দান করছেন। জাগতিক ভাবে সফল করার জন্য সন্তানদের নিয়ে পিতা মাতার পরিকল্পনার অন্ত নেই অথচ পারমার্থিক শিক্ষায় সুশিক্ষিত করার বিষয়ে পিতা-মাতা সম্প‚র্ন উদাসীন। পারমার্থিক শিক্ষা ব্যতিত যত শিক্ষায় সন্তানদের শিক্ষিত করুন না কেন পিতা- মাতা হিসাবে তাদের সুশিক্ষা দিতে পারেননি। আপনার সন্তানকে যদি কৃষ্ণভাবনাময় রাখেন সন্তান যত বড় হবে আপনার সন্তানকে নিয়ে চিন্তা,আশঙ্কা, ভয় কমতে থাকবে। আর যদি সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষায় গড়ে না তুলেন আপনার চিন্তা, ভয় ও আশঙ্কা বাড়বে। আপনি সব সময় হতাশায় নিমজ্জিত থাকবেন। জাগতিক শিক্ষার পাশাপাশি যদি ভগবদ্ভক্তিমুলক শিক্ষা দিয়ে সন্তানদের গড়ে তুলেন তবে আপনি হবে আদর্শ পিতা অথবা আদর্শ মাতা। ভুক্তভোগী পরিবারগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় তা দেখেও বাকীরা সচেতন হচ্ছি না। এভাবে আমরা এগিয়ে যাচ্ছি অন্ধকার ভবিষ্যতের দিকে। পিতা মাতার উচিত জাগতিক শিক্ষার পাশাপাশি সন্তানদের পারমার্থিক শিক্ষার উন্নতির জন্য কাজ করা। তাদের নিয়ে পারমার্থিক ভ্রমন, তাদের গীতা শিক্ষা প্রদান করা, আমিষ আহার পরিত্যাগ করে নিয়মিত প্রসাদ খাওয়ানো, তিলক-তুলসী মালা ধারন করা, জপ করা, একদশী শিক্ষা দেয়া। সর্বপরি বৈষ্ণব সদাচার শিক্ষা দেয়া। দম্ভ, দর্প, অভিমান, মুঢ়তা এবং অজ্ঞানতা থেকে বের হয়ে এসে পিতা-মাতার উচিত নিজেদের পারমার্থিক শিক্ষায় উন্নত করা এবং পরিবারের সবাইকে পারমার্থিক শিক্ষা প্রদান করা। কেউ অনাকাঙ্খিত ভাবে কষ্ট পেলে মার্জনা করবেন।