
ডেইলি গাজীপুর প্রতিবেদক : আঁধারের আলো ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, অসহায় লোকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
রবিবার (৩১ জানুয়ারি) বিকেলে গাজীপুরের টঙ্গী মোল্লাবাড়ী এলাকায় আঁধারের আলো ফাউন্ডেশন এর চেয়ারম্যান আক্তার সরকারের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সহ সভাপতি মো. হিরন মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টাস ইউনিটির সভাপতি অলিদুর রহমান অলি,সাংবাদিক কালিমুল্লা ইকবাল, অবিভুক্ত টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ মোল্লা, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি কাজী মঞ্জুর, আধারের আলো ফাউন্ডেশনের টঙ্গী পূর্ব থানা শাখার সভাপতি আমির হামজা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় প্রায় ৩ শতাধিক অসহায়, গরিব শীতার্ত লোকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।






