আনন্দঘন পরিবেশে মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে তৎপর রয়েছে র‌্যাব

0
198
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে মাঠে তৎপর রয়েছে পুলিশের বিশেষ বাহিনী এলিট ফোর্স র‌্যাব। নারীর টানে মানুষের ঘরে ফেরা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ঈদ উদযাপন শেষে ঘরমুখি মানুষ ঢাকায় ফিরে আসা পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে।
রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফিংয়ে একথা বলেন। সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, ঈদযাত্রাকে আনন্দঘন ও নিরাপদ করার জন্য র‌্যাব ফোর্সেস সবসময়ই কাজ করে থাকে। ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক নগরবাসী র‌্যাব-৩ এর আওতাধীন কমলাপুর স্টেশন হয়ে ঘরে ফিরবেন।
কমলাপুর রেলস্টেশন ও শপিংমল গুলোতে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে উল্লেখ করে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বলেন, রাজধানীর কমলাপুর থেকে মানুষের ঘরে ফেরা এবং নিরাপদে ফিরে আসা নিশ্চিত করার জন্য র‌্যাব-৩ তৎপর রয়েছে। শুধু তাই নয় ঈদের সময় যেসব শপিংমলগুলোতে কেনাকাটা হয় এবং যেসব স্থানে মানুষের সমাগম হয়, অর্থাৎ ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র চেকপোস্টে সীমাবদ্ধ না রেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বিক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স ও কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ঈদের আগে ও পরে যাতে মানুষ নিরাপদে বাড়ি থেকে ফিরতে পারে সে পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে।
ঈদে সড়ক দুর্ঘটনা রোধ সহ সড়কের নিরপত্তা ব্যবস্থা প্রসঙ্গে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান সাংবাদিকদের বলেন, ঈদ উদযাপন উপলক্ষে মানুষের আসা-যাওয়ার মধ্যে যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘিœত না হয় এবং কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে না পারে সেজন্য র‌্যাব ফোর্সেসের পক্ষ থেকে র‌্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্বিসহ পেট্রোল ও চেকপোস্ট অব্যাহত থাকবে।
ঈদকে সামনে রেখে ট্রেনের টিকিট কালোবাজারি এবং টিকিট বিক্রির সময় বিড়ম্বনা রোধ কল্পে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে।
ট্রেনের টিকেট নিয়ে কোন ধরনের অনিয়ম হচেছ কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার বলেন, এ বিষয়ে আমরা নিজেরাই নজরদারিতে রাখছি। আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য পেলে আমাদের জানালে অবশ্যই আমরা তাদের বিরুদ্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here