Daily Gazipur Online

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে টঙ্গীতে আলোচনা সভা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গী থানা শাখার উদ্যোগে আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীর মধুমিতা এলাকায় মানবাধিকার কর্মী এ এইচ পরান চৌধুরীর সভাপতিত্বে অনুস্টিত হয়েছে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আজীবন সদস্য – গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব কাজী মোঃ সেলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শ্রী বিশ্বনাথ ধর,প্রধান আলোচক বাংলাদেশ মানবাধিকার কমিশন টঙ্গী থানা শাখার সাধারণ সম্পাদক নাজমুল বারী চৌধুরী, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সৈয়দ আবু বকর কবির, গাজীপুর মহানগর মানবাধিকার কমিশনের সহ সভাপতি রোকসানা খান, মানবাধিকার কর্মী সোনিয়া খান,শহিদুল ইসলাম শহিদ, আবুল কালাম,মোশাররফ হোসেন, শামীম আহম্মেদ, রিয়াদ হাসান, নজরুল ইসলাম, এবাদুল হোসেন, মুকবুল হোসেন খান,মুকবুল হোসেন, মেনন আহম্মেদ, জনি আহম্মেদ, নাদন আহম্মেদ, সায়েম মিয়া, রাকিব হাসান প্রমুখ।
আলোচনা সভায় বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আজীবন সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম।