আন্দালিব পার্থের পর ২০ দলীয় জোট ছাড়ছেন জেনারেল ইব্রাহিম, ভাঙছে গণফোরামও

0
191
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) পর বিএনপির সাথে টানাপোড়েনের অংশ হিসেবে এবার ২০ দলীয় জোট ছাড়ছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এরইমধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম তার মনোভাব জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। চলতি মাসেই যেকোনো দিন গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বাধীন ২০ দল ত্যাগ করবে।
সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্টের সাথে বিএনপির মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি এবং ২০ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে অবমূল্যায়নের কারণেই কল্যাণ পার্টি জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে সোমবার (৬ মে) আন্দালিব রহমান পার্থ ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিলে জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলগুলোতেও হতাশা দেখা দেয়। বিশেষ করে কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং মেজর জেনারেল (অব.) মুহাম্মদ সৈয়দ ইব্রাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি জোট ছাড়ার ব্যাপারে একমত পোষণ করেছেন।
এদিকে শুধু ২০ দল নয়, ঐক্যফ্রন্ট সমর্থিত গণফোরামও ভেঙে যাচ্ছে। গণফোরামের সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে মোস্তফা মহসীন মন্টুকে। যার রেশ ধরে মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ আরো একাধিক গণফোরাম নেতা দল ছাড়ছেন বলে আভাস পাওয়া গেছে।
এ প্রসঙ্গে গণফোরামের নির্বাহী সভাপতি নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, গুঞ্জন যা শুনেছেন তা সত্যি। কথায় কথায় গঠনতন্ত্রের বাইরে গিয়ে বিএনপির সিদ্ধান্ত মানতে বাধ্য করানো হচ্ছে গণফোরামকে। বিএনপির নেতারা ঐক্যফ্রন্টের অনেক সিদ্ধান্তই মানতে চান না। অথচ সেসব সিদ্ধান্ত আমাদের ঘাড়ে জোর করে চাপিয়ে দিচ্ছেন ড. কামাল। আর এ কারণেই আমরা গণফোরাম ছেড়ে তৃণমূল গণফোরাম নামে নতুন দল গঠন করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here