Daily Gazipur Online

আবারো সিনেমা হলে অশ্লীল ছবি

ডেইলি গাজীপুর বিনোদন: নতুন ছবির খরায় চলছে দেশের প্রেক্ষাগৃহ। যতই দিন যাচ্ছে, ততই কমে আসছে সিনেমা মুক্তির সংখ্যা। যে ছবিটিই মুক্তি পাচ্ছে, সেটাই ফ্লপের তালিকায় পড়ছে। সর্বশেষ শুক্রবার মাত্র চারটি সিনেমা হলে মুক্তি পেয়েছে নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’ সিনেমাটি। প্রথমদিনেই এটি মুখ থুবড়ে পড়েছে। এদিকে ঈদের আগে নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না বলে অনেক সিনেমাহলই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হলমালিকরা। অনেক হলমালিকরা আবার বেশি মুনাফা লাভের আশায় ভিন্নপথ বেছে নিয়েছেন। দীর্ঘদিন ধরেই তারা পুরনো চিহ্নিত অশ্লীল সিনেমা প্রদর্শন করে আসছেন। সব শ্রেণির দর্শক না হলেও নির্দিষ্ট শ্রেণির দর্শকদের উপস্থিতি দিয়েই লাভের মুখ দেখছেন তারা।
অন্যদিকে প্রতিবারের মতো এবারও রমজান মাস জুড়েই অশ্লীল সিনেমা প্রদর্শনের জন্য প্রস্তুতি নিয়েছেন অনেক চিহ্নিত অসাধু হলমালিক এবং সিনেমা ব্যবসায়ীরা। এরইমধ্যে অনেক সিনেমাহলেই এর প্রদর্শন শুরু হয়ে গেছে। শুধু ঢাকার বাইরেই নয়, খোদ রাজধানীতেও এই চিত্র দেখা যাচ্ছে। সাভার ও গাজীপুরের প্রায় সবক’টি সিনেমাহলেই অশ্লীল সিনেমা প্রদর্শিত হচ্ছে। এগুলোর পোস্টারও শোভা পাচ্ছে সবখানে। আর এসব ছবির বেশিরভাগ অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হয়েছিল বেশ কয়েকবার।
রাজধানীর প্রাণকেন্দ্রখ্যাত ফার্মগেটের মোড়েই রয়েছে আনন্দ এবং ছন্দ সিনেমাহল। আনন্দ সিনেমা হলে ভালো ভালো ছবি প্রদর্শন করা হলেও ছন্দ সিনেমা হলে সারা বছরই চলছে অশ্লীল ছবি। স¤প্রতি এ হলে প্রদর্শিত হয়েছে ‘লাকী সেভেন’, ‘ডাকু’, ‘জাদরেল’, ‘অর্ডার’ নামের সিনেমাগুলো। শুধু এ সিনেমা হলই নয়, দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে অশ্লীল ছবির প্রদর্শনী। আগামি সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। পবিত্র রোজার শুদ্ধতা রক্ষা করতে সিনেমা প্রযোজকরা কোনো ছবি মুক্তি দেন না এ মাসে। সিনেমা হল সচল রাখতে পুরনো ছবি প্রদর্শন করা হয়। এই সুযোগে বেশ কিছু হলমালিকরা অশ্লীল সিনেমা প্রদর্শন অব্যাহত রাখেন। তবে এসব হলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা জানান, ‘নতুন ছবি নেই। দর্শক ভালো-মন্দ সবকিছুই দেখে। আর রমজান মাস বা অন্য মাস বলে কোনো কথা নেই, সারাবছর এসব ছবিই বেশি চলে। তাই এসব ছবি চালানো হয়। রোজার মাসে যারা রোজা রাখে না তারা সিনেমা দেখতে আসে। এ ছাড়া হিন্দু, খ্রিষ্টানরাও তো আছে। তারাও সিনেমা দেখে।’
রমজান মাসেও সিনেমা হলগুলোতে প্রকাশ্যে এমন অশ্লীল সিনেমা চালানোর ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘রমজান মাসেও যারা অশ্লীল ছবি চালাচ্ছে, তারা কাজটি মোটেও ঠিক করছে না। আমরা যদিও সারা দেশের সিনেমা হলগুলোতে অশ্লীল ছবি যেন না চালায় সেজন্য তথ্যমন্ত্রণালয়ের কাছে আবেদন পাঠিয়েছি। এটা মন্ত্রণালয়ের ব্যাপার। আমাদের তেমন কিছু করার নেই। আর ডিসিরা চাইলে সিনেমাহলে অশ্লীল ছবি প্রদর্শন বন্ধ করতে পারবেন। আশা করি আপনারা ব্যাপারটি ডিসিকে জানাবেন।’
এদিকে নতুন ছবির সংকটে বন্ধ রাখা হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী ও অভিজাত দুই হল মধুমিতা ও বলাকা সিনে ওয়ার্ল্ড। তবে বন্ধটা সাময়িক বলেই জানান হল দুটির কর্তৃপক্ষ। তবে ঈদের আগে আবার চালু হবে। ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো প্রদর্শন করা হবে হল দুটিতে। প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ জানান, শুধু রাজধানীর এ দুটি হলই নয়, গত শুক্রবার থেকে উপশহর, উপজেলা আর বিভাগীয় শহরের প্রায় শতাধিক প্রেক্ষাগৃহও বন্ধ হয়ে গেছে।
নওশাদ বলেন, আপনারা তো ভালো করেই জানেন। ছবি সংকট কতটা আমাদের। চালানোর মতো নতুন কোনো ছবিই তো নেই। গত দেড় মাসের লোকসান থেকে বাঁচতেই হল বন্ধের এমন সিদ্ধান্তটা অবশ্যই সাময়িক। ঈদের ছবি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছি।’