
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান বুধবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা: নাজিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-২ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা জিন্নাত সুলতানা আখী, গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ¦ কাজী মোহাম্মদ সেলিম,সমাজ সেবক ও শিক্ষানুরাগী ইব্রাহীম খলিল, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাধুরী দেবী, সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার কর্মকার, টঙ্গী পূর্ব থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন খান সেলিম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীমা বৈদ্য, সিনিয়র শিক্ষক শিব্বির আহমেদ, ফাতেমা বেগম, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, মুশফিকুর রহমান, মাহমুদা আক্তার, ট্রেড ইন্সটেক্টর ফেরদৌসি বেগম, কামরুল হাসান, কুলসুমা আক্তার, শাহিনা আক্তার, জাহান্দার হোসেন, সালাহ্ উদ্দিন মিয়া, গোলাম মহিউদ্দিন, দ্বীন ইসলাম, লায়লা আঞ্জুমান, নাদিয়া সারমিন, রেজুয়ান হোসেন, মিজানুর রহমান, শামীম আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।






