Daily Gazipur Online

আমিরাতে আজ বৈরি আবহাওয়ায়ে দুবাই গ্লোবাল ভিলেজ বন্ধ

মো. শাজাহান খান: আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের ৭ টি প্রদেশে আজ সকাল থেকে কুয়াশা, ধুলো ঝড় (রমল বৃষ্টি) সহ হালকা বৃষ্টি হচ্ছে। তবে রাজধানী আবুধাবিতে মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। এখনো হালকা বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন সহ আমিরাতের অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে।
আমিরাতে বৃষ্টির দেখা বলতে গেলে পাওয়াই যায় না। তবে বৃষ্টিহীন আমিরাতে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হালকা বৃষ্টি হয়ে থাকে। তাই স্থানীয় লোকজন এই মাসের অপেক্ষায় থাকেন। একটু বৃষ্টিপাতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদে মসজিদে দোয়া করতেও দেখা যায়।
অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে আজ ৩ ফেব্রুয়ারি রবিবার দুবাই এর গ্লোবাল ভিলেজ বন্ধ রাখা হয়েছে। যথারীতি আগামীকাল ৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল চারটায় গ্লোবাল ভিলেজের প্রধান ফটক পুনরায় খুলে দেওয়া হবে।