Daily Gazipur Online

আমিরাতে গাউছিয়া কমিটি বাংলাদেশ শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও সম্বর্ধনার অনুষ্ঠিত

মো. শাজাহান খান: আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর বৃহত্তর বানিয়াছ গাউছিয়া কমিটি বাংলাদেশ শাখার উদ্যোগে জেয়ারত, বার্ষিক বনভোজন ও সম্বর্ধনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে আল আইনের বিভিন্ন প্রসিদ্ধ স্থান ঘুরে আল আইনের গ্রীণ মোবাজারায় প্রীতিভুজ, খেলাধুলা, কেরাত ও নাত প্রতিযোগিতা, আলোচনা ও সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।
গাউছিয়া কমিটি বানিয়াছ শাখার সভাপতি মোহাম্মদ নাজিম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সম্বর্ধনা সভা পরিচালনা করেন মোহাম্মদ আজাদুর রহমান। এতে সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারন সম্পাদক এম আবদুল মন্নান, উপদেষ্টা মাওলানা নুরুল আবচার তৈয়বী, মুহাম্মদ আলী রেজা প্রমুখ।
এসমযে শফিউল ইসলাম মানিক, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ জামাল, মোহাম্মদ মোরশেদ, মাওলানা নুরুল ইসলাম আনচারী প্রসুখ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন আজিম উদ্দিন সিকদার,খোরশেদ আলম জিকু, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ রায়হান,শাহাবুদ্দিনসহ আরো অনেকে।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণের মাঝে অনুষ্ঠানের সমাপ্তি হয়।