
মো. নূরুল্লাহ খান, শাজাহান : আরব আমিরাত থেকে: বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ আরব আমিরাতের আইন-কানুন মেনে দেশের ভাবমর্যাদা উজ্জলে এবং দু’দেশের সুসম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে। দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা। তাই দেশের সম্মান আরো ব্যাপক ভাবে বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন প্রবাসী ব্যবসায়ীরা। গত ২৯ জানুয়ারি শুক্রবার দুপুরে বার দুবাই মিনা বাজার সংলগ্ন বাংলাদেশী মালিকানাধীন আল নাজিম আল মাহাবুব ফুড স্টাফ ট্রেডিং এর শুভ উদ্বোধন অনুষ্টানে
বক্তারা এসব কথা বলেন। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রবাসী চুনতি সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম তাজু, পরিচালক মোহাম্মদ সেলিম আহমেদ, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ মুক্তার, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ জোনায়েদ মিয়া সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।






