Daily Gazipur Online

আযান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখার অনুরোধ ওসি দীপক চন্দ্র সাহার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধামরাইকে সাজানো হয়েছে নানা রঙে নানা ঢঙে। প্রতিটি মন্ডপের আশ-পাশ সাজানো হয়েছে মনোহর করে। বানানো হয়েছে দৃষ্টি নন্দন গেট। ধামরাই জুড়ে মন্ডপে মন্ডপে ঝলমলে রঙিন আলো। চলছে গান-বাজনা আর আরতি (নৃত্য)। সবাই মিলে ভোগ করছে পুজার আনন্দ। দুর্গোৎসবের আয়োজন যেন ধামরাইকে বদলে দিয়েছে। তবে সম্প্রীতি, নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সোচ্চার রয়েছে সাধারণ প্রশাসন, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমূহ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক জানালেন সার্বিক সহযোগিতার কথা। ওসি দীপক চন্দ্র সাহা জানালেন, প্রত্যেক সম্প্রদায়ের মানুষেরই পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে অবাধে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। তাই তিনি আযান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখার জন্য সংশ্লীষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন এবং নাচ গান ও আনন্দ উল্লাসের নামে কোন প্রকার উশৃঙখলতা প্রদর্শণ থেকে বিরত থাকার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি।