Daily Gazipur Online

আরজেএফ’র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেলেন রেজাউল ইসলাম

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবারের জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেলেন আরজেএফ’র সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম। তিনি ২০১৬ সাল থেকে আরজেএফ’র সাথে যুক্ত রয়েছেন। ইতিপূর্বে তিনি ঢাকা মহানরগর আরজেএফ’র সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। সভায় সকলের সম্মতি ও গঠনতন্ত্রের ১০ (ক) ধারা মোতাবেক তাকে পরবর্তী কাউন্সিল পর্যন্ত এ দায়িত্ব প্রদান করা হয়। কেন্দ্রীয় দায়িত্বের পাশাপাশি তিনি বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে ঐ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব চৌধুরী মঞ্জুর রাহী, সাংগঠনিক সম্পাদক, মোঃ শাফিউর রহমান কাজী, মিলন মল্লিক, মোঃ তাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাসুদ আলম, ভারপ্রাপ্ত অর্থ সচিব মনোয়ারা খানম, জনকল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সাধারণ পরিষদ সদস্য মোঃ এমদাদুল হক মিলন ও মোঃ মোস্তফা আল ইহযায, মোঃ খোকন মিয়া প্রমুখ।—-সংবাদ বিজ্ঞপ্তি