আরো একটি মানবতার জয় হাসল লিপি জিতল মানবতা

0
244
728×90 Banner

আবির হোসাইন শাহিন,সিরাজগঞ্জ প্রতিনিধি: সবার দোয়া আর ভালবাসায় ও আর্থিক সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর লিপি হাসপাতাল থেকে আজকে বাড়ীতে ফিরলো।
লিপি খাতুনকে মোট ৫ ব্যাগ o+( পজিটিভ) রক্ত দেওয়া হয়েছে। লিপি সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালে ২ তলার ২০৪ কেবিনে ভর্তি দীর্ঘ ১৭ দিন ভর্তি ছিলেন। হাসপাতালে ১৭ দিন কেবিন সহ অপারেশন সহ ৪৫ হাজার টাকা বিল। এছাড়াও যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তাফা রুবেল ভাই, ডা. আব্দুল লতিফ ( এম বি বি এস)কমিউনিটি হাসপাতাল ও আমি উপস্থিত থেকে লিপি খাতুনের হাতে ২২ হাজার ৫০০ টাকা তুলে দিলাম মোট ৮৫ হাজার ৫০০ টাকা।
আমাদের সব মোট কালেকশন ছিল ৮৫ হাজার ৫০০ টাকা।
বিশেষ ভাবে ধন্যবাদ ফেসবুক বন্ধুদের আপনাদের পাঠানো টাকা দিয়ে লিপি খাতুনের অপারেশন হলো পাশাপাশি পরর্বতী ওষুধ সহ খাবারের জন্য নগদ টাকা তুলে দেওয়া হলো।
উল্লেখ্য মৃত্যুপথযাত্রী স্ত্রীকে রেখে পালিয়েছে স্বামী, মাকে বাঁচাতে ছোট ফুটফুটে দুই সন্তানের কান্না।
সবাই যখন ঈদ আনন্দ ব্যস্ত ঠিক তখন ছোট ফুটফুটে ফারজান(৮) ও সোস্তাকিন(৯) অসুস্থ মায়ের পাশে বসে মাথায় হাত বিলিয়ে শান্তনা দিচ্ছে।লিপি জরায়ুর টিউমার ইনফেকশন হয়ে কিডনি দিকে চলে গেছে। টাকা না থাকায় বিনা চিকিৎসায় পড়ে মেঝে লিপি খাতুন (৩২)।
সুখের সংসার ছিল লিপির। কিন্ত গত ৬ বছর আগে ইঠাত এই অসুখ ধরা পড়ে। সংসারে নেমে আসে কালো মেঘের ছাড়া। একদিকে ভুমিহীন অন্য দিকে অভাবের সংসার চিকিৎসা করার মত স্যামথ্য না থাকায়।
প্রাথমিক ভাবে বেলকুচি সরকারী হাসপাতালে, পরে এনায়তেপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসা করাতে ১ লক্ষ ৬০ হাজার টাকা লাগবে বলে জানায়। টাকা না থাকায় বাড়িতে ফেরত নিয়ে আসে। কিন্ত লিপির দিন দিন আরো অবস্থা খারাপ হয়। সারাদিন ব্যাথায় কান্নাকাটি করে ।
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দন গাতী গ্রামে আবু বক্করের স্ত্রী লিপি খাতুন। লিপির অবস্তার দিন দিন অবনতি হওয়ায় স্বামী আবু বক্কর স্ত্রী সন্তান রেখে পালিয়ে যায়।
লিপি জানান, আমি যদি মারা যাই তাইলে আমার এই দুই সন্তানের কি হবে। সবাই যদি দয়া করে আপনারা আমার পাশে এগিয়ে আসুন আমার চিকিৎসার ব্যবস্থা করেন তাইলে আমি সুস্থ হবো আমার সন্তানরা এতিম হবে না।
লিপি মেয়ে ফারজানা বলেন। ,আমার মায়ের কষ্ট দেখলে বুক ফেটে কান্না চলে আসে। কিন্ত টাকা না থাকায় মায়ের চিকিৎসা করাতে পারছিনা। আপনার সবাই আমার চিকিৎসার জন্য এগিয়ে আসুন।
সাংবাদিক ও মানবতার ফেরিওয়ালা মামুন বিশাস ফেসবুক এর মাধ্যমে অথ সংগ্রহ করে লিপির পাশে দাড়ান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here