আলিয়ার ক্যারিয়ারে নতুন প্রাপ্তি

0
225
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ক্যারিয়ারে ধরা দিচ্ছে একের পর এক সাফল্য। স¤প্রতি এসবের সঙ্গে যোগ হল আরও এক প্রাপ্তি। নতুন একটি সাফল্য মুঠোবন্দি করলেন তিনি। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো সুন্দরীদের পেছনে ফেলে বলিউডের সবচেয়ে কাঙিক্ষত নারীর তালিকায় শীর্ষে উঠে এসেছেন এ পর্দাকন্যা।
২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রাখার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আলিয়াকে। ‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘হাইওয়ে’সহ বেশ কয়েকটি বøকবাস্টার সিনেমা রয়েছে তার ঝুলিতে। আর সিনেমায় ভালো অভিনয়ের সুবাদে পুরস্কারও পাচ্ছেন তিনি। ২০১৮ সালে ‘রাজি’র সাফল্য তাকে শীর্ষে পৌঁছে দিয়েছে।
‘টাইমস মোস্ট ডিজায়ারেবল ওম্যান ২০১৮’ তালিকায় দীপিকা ও ক্যাটরিনাকে পেছনে ফেলে প্রথম হয়েছেন আলিয়া। ২০১৭ সালে এই তালিকার শীর্ষে ছিলেন বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ২০১৮ সালের তালিকায় তিনি ১৭ নম্বরে নেমে গেছেন। অন্যদিকে, ২০১৭ সালে দীপিকা পাড়ুকোন ছিলেন দ্বিতীয় স্থানে, এবার তিনি পেয়েছেন চতুর্থ স্থান। আর এবার তালিকার তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ।
এক্ষেত্রে আলিয়া ভাট বড় চমক দেখিয়েছেন। ২০১৭ সালের তালিকায় ৩৭ নম্বরে ছিলেন তিনি। এবার এক লাফে পৌঁছে গেছেন এক নম্বরে। গত বছর এ অভিনেত্রী কঠোর পরিশ্রম করেছেন। তার বেশিরভাগ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। সেসবের প্রতিটিটেই দারুণ অভিনয় করেছেন তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here