Daily Gazipur Online

আল্লামা নঈমী জ্ঞানের মশাল জ্বালিয়ে অন্ধকার দূর করেছেন

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি) : আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস, ওস্তাজুল ওলামা, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) এর যিয়ারত ও পুস্পমাল্য অর্পন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ। ৭ জুলাই মঙ্গলবার বিকালে যিয়ারত শেষে নেতৃবৃন্দ বলেন, যুগশ্রেষ্ঠ আলেমেদ্বীন, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। তিনি ছিলেন প্রতিষ্ঠান গড়ার শিল্পী। তিনি অসংখ্য গুণের অধিকারি বলে লক্ষ লক্ষ মানুষকে পথ দেখিয়েছেন, আলোকিত করছেন। আমাদের মাঝে শত শত আলো জ্বালিয়ে অন্ধকারকে দূরীভূত করেছেন। তিনি একজন দক্ষ যোগ্য অভিজ্ঞ শিক্ষক ছিলেন। তিনি শুধু শিক্ষা দেননি, ভিতরে ভিতরে নির্মাণ করে ছড়িয়ে দিয়েছেন হাজার হাজার ছাত্র দেশ বিদেশে। মাথার জ্ঞান এবং সিনার জ্ঞানের সমন্বয় না হলে পথভ্রষ্ট হতে পারে সে কথা তিনি ভালো ভাবে জানতেন বলে সারাজীবন শরীয়তের সাথে তরিক্বতের সাথে সম্পৃক্ত ছিলেন। বয়সকে হার মানিয়ে বৃদ্ধ বয়সেও তিনি প্রাতিষ্ঠানিক কাজ চালিয়ে গেছেন। শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) প্রসিদ্ধ আলেমগনের মধ্যে শীর্ষস্থানে অবস্থান করেছিলেন। আদর্শিক শিক্ষক হিসেবে তাঁর খ্যাতি দেশব্যাপী। যুদ্ধে শহীদ হওয়া দু’মিনিটের ব্যাপার কিন্তু সারা জীবন সত্য ন্যায়ের পথে প্রতিষ্ঠিত থাকা এক কঠিন ব্যাপার। হুজুর জীবনে কখনো সত্য ও ন্যায়ের পথ হতে বিচ্যুতি হননি। আহলে সুন্নাতের চেয়ারম্যান হিসেবে তিনি আমাদের ঈমানকে মজবুত করেছেন। এটি তাঁর বড় কাজ। যিয়ারতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আজিম, দপ্তর সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আহসান হাবীব চৌধুরী হাসান, সহ দাওয়াত খাইর সম্পাদক মাওলানা আবদুল আউয়াল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মুহাম্মদ আজম আলী, সমাজ সেবা সম্পাদক নুরুল আমিন, ফটিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা নঈমুল ইসলাম, হলদিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, গহিরা ইউনিয়ন যুগ্ম সম্পাদক গাজী মাসুদ রানা, হাফেজ মাওলানা এনাম প্রমুখ।