Daily Gazipur Online

আল্লামা হাশেমী ও নঈমীর (রহ.) অবদান অবিস্মরণীয়

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.) এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.) এর স্মরণ সভা ১৯ জুলাই রবিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান পশ্চিম ডাবুয়া শাখার উদ্যোগে যুব নব দিগন্ত ক্লাব ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এবং সংগঠক প্রবাসী মোহাম্মদ মনচুর আলম (জিহান) এর তত্ত¡াবধানে হযরত আবু বকর সিদ্দিক আকবর (র.) জামে মসজিদে আনুষ্ঠিত হয়।। স্মরণ সভায় বক্তারা বলেন, যে কোন অন্যায়, বাতিলের হুংকার আল্লামা হাশেমী (রহ.) এবং আল্লামা নঈমী (রহ.) কে সত্য ও হক্বের অবস্থান থেকে বিচ্যুত করতে পারেনি। তারা ছিলেন দুঃসাহসি অভিযাত্রী; খোদাদ্রোহী, নবী ও অলি বিদ্বেষীদের বিরুদ্বে প্রচন্ড দ্রোহ। বক্তারা আরো বলেন, দুজনই ছিলেন খাটি নবীপ্রেমিক ও আশেক। দেশ বিদেশের হাজারো ওলামায়েকেরাম ও সাজ্জাদানশীলদের প্রিয় পাত্র। তাদের জ্ঞান-গভীর বক্তব্য সুন্নি মুসলমানদের উজ্জীবীত করেছে। আল্লামা হাশেমী (রহ.) ও নঈমীর (রহ) দৃষ্টান্ত তারা নিজেই। সুন্নিয়তের ময়দানে তাদের বিকল্প আর কেউ নেই। আল্লামা হাশেমী ও নঈমীর (রহ.) অবদান অবিস্মরণীয়। তারা তাদের কর্মই অমর হয়ে থাকবেন। স্মরণ সভায় আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম রেজভী, মাওলানা আবুল বাশার মাইজভান্ডারী, মাওলানা তৈয়্যবুর রহমান, যুবনেতা নুরুল হায়দার, মাওলানা বোরহান উদ্দিন, নব দিগন্ত ক্লাবের সভাপতি মাস্টার মোহাম্মদ শফিউল বাশার মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন বাবর সহ সংগঠনের নেতৃবৃন্দ।