
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘বিশ্ব আল-কুদস দিবস’ উদযাপন উপলক্ষে মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার ও ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সংহতি প্রকাশ করে আল-কুদস কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে গত শুক্রবার বিকাল ৩.৩০ টায় ঢাকার প্রেসক্লাবের বিপরীতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘আল-কুদ্স মুক্তির অন্বেষায়’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আল-কুদস কমিটি বাংলাদেশের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাউছার মুস্তফা আবুল উলায়ীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
আল-কুদস কমিটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, ইনস্টিটিউট অব ল্যাংগুয়েজ স্টাডিজ -এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মুনিম খানের সঞ্চালনায় উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুহাম্মাদ রেজা নাফার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান ও সিটি ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. বোরহান উদ্দিন।
সেমিনারে স্বাগত ভাষণ দেন আল-কুদস কমিটি বাংলাদেশের সহ-সভাপতি আইনজীবি এ.কে.এম. বদরুদ্দোজা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক জামাল উদ্দিন বারী। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আবদুল্লাহ আল ক্বাফি এবং মাওলানা মুহাম্মদ রুহুল আমীন প্রমুখ।
মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আরো বলেন, ‘আমরা রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনী সংগ্রামীদের পক্ষে। বর্বর ইসরাইলীরা প্রতিনিয়ত ফিলিস্তিনের নিরিহ মানুষ হত্যা করছে, হত্যা করছে নির্বিচারে নারী শিশু। হাসপাতালেও বোমা মারছে মানবতার শত্রুরা। অথচ এর প্রতিবাদে আসলে আশাব্যঞ্জক তেমন কিছুই করা হয়নি। অনেক মুসলিম দেশ যাদের কর্তব্য ছিলো এর বিরুদ্ধে কথা বলার ও সঠিক উদ্যোগ গ্রহন করার তারা তা করছে না। অথচ মানবতায় বিশ্বাস থাকলে এই ঘৃণ্য কাজের নিন্দা জানানো ও রুখে দাড়ানো উচিত। এই সেমিনারে এসে তাই আমি নিজে এর প্রতিবাদ জানালাম। এটা আমার নৈতিক দায়িত্ব। আমরা যাতে আমাদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস, আমাদের পবিত্র স্থান ফিরে পেতে পারি এর জন্যে আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, বিশ্বের সকল মানবতাবাদী মানুষের উচিত ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। আমরা এ সেমিনারের মাধ্যমে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হামলার নিন্দা জানাই।’ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আল-আকসা মসজিদকে ইসরাইলের দখলমুক্ত করা বিশ্বের সব মুসলমানের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন মুক্তিযুক্ত বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

সেমিনারে সুধি হিসেবে আরো অংশগ্রহন করেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলর মাহদী হোসাইনী ফায়েক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানী ভিজিটিং প্রফেসর ড. কাজেম কাহদুয়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্যের অধ্যাপক শাহজালাল, হুজ্জাতুল ইসলাম আশরাফ উদ্দিন খান, কবি প্রহরী মনিরুজ্জামন, জাতীয় মহিলা ফুটবল দলের কোচ রেহানা পারভিন, কবি ও শিশুসাহিত্যিক মহিউদ্দিন আকবব, কবি ফরিদ সাইদ, সংস্কৃতি সেবী ও আইনজীবি মুক্তদির, কবি সুইট, কবি হুমায়ুন কবির, শাহীন, এনাম আজাদ, আশিক, প্রত্যাশা সম্পাদক আশিফুর রহমান, জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন এডভোকেট এম.এ মজিদ, ভাইস-চেয়ারম্যান এডভোকেট ড. শিব্বির আহমদ, মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, যুগ্ম মহাসচিব নিখিল চক্রবর্তী প্রমুখ।
সেমিনারের আগে জুমার নামাজের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে আল কুদস দিবস উপলক্ষে মানবতার দুশমন ইহুদীবাদী ইজ্রাইলী বর্বরতার প্রতিবাদ করে ও ফিলিস্তিনী জনতার সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল কুদস কমিটি বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মোস্তফা তারেকুল হাসান।
